শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা
রূপচর্চা

ফ্রিজি হেয়ার কেয়ার

সাদিয়া সারা

ফ্রিজি হেয়ার কেয়ার

► ছবি : ফ্রাইডে

ফ্রিজি হেয়ার বা অবিন্যস্ত চুলের নিত্যদিনের সমস্যা অনেকেরই। চুলে অল্পতেই জট পড়ে যাওয়া, চুল একেবারে ঘেঁটে গিয়ে এলোমেলো হওয়া ইত্যাদি কারণে চুল ম্যানেজ করা মুশকিল। কীভাবে মোকাবিলা করবেন এই সমস্যার? সাধারণ কয়েকটা নিয়ম মেনে চলুন। ঠিকমতো চুল ম্যানেজ করতে পারলেই স্টাইল স্টেটমেন্টও বদলে যাবে।

 

এলোমেলো বা অবিন্যস্ত চুল ম্যানেজ করতে সপ্তাহে অন্তত একদিন হট অয়েল ম্যাসাজ করুন। ওমেন্স ওয়ার্ল্ডের বিউটি এক্সপার্ট ফারনাজ আলম বলেন, ‘এলোমেলো চুলের যত্ন নিতে পারেন বাসাতেই। নিয়মিত চুলে শ্যাম্পু আর কন্ডিশনিং করলেই চুল ফিরে পাবে স্বাভাবিকতা। তবে মাঝে মাঝে সামান্য গরম তেলও ম্যাসাজ করতে পারেন।’

 

ফ্রিজি চুলে কোন তেল ব্যবহার করবেন এ নিয়ে দ্বিধা-দ্বন্দ্বের কিছু নেই। আপনা হাতের কাছে থাকা নারকেল তেলই যথেষ্ট। চাইলে আমন্ড অয়েলও ট্রাই করতে পারেন। প্রথমে নারকেল তেল বা আমন্ড হালকা গরম করে নিন। এরপর সেই কুসুম গরম তেল হালকাভাবে মাথার স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর তোয়ালে কুসুম হরম পানি ভিজিয়ে নিংড়ে নিয়ে পাঁচ মিনিট মাথায় পেঁচিয়ে রাখুন। এতে সহজে চুলের গোড়ায় তেল ঢুকবে ও পুষ্টি জোগাবে। চুল নরম ও চকচকে হবে। চুল সহজে ম্যানেজ করতে পারবেন। সবশেষে শ্যাম্পু করে নিন।

 

আমাদের ভুললে চলবে না যে, চুল এবং মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। বিশেষজ্ঞদের মতে, অপরিষ্কার চুলে সমস্যা দেখা দেয় বেশি। স্ক্যাল্প পরিষ্কার ও স্বাস্থ্যোজ্জ্বল চুল চাইলে নারকেল তেল বা অলিভ অয়েল লাগাতেই পারেন, এগুলো তো সহজেই পাওয়া যায়। সম্ভব হলে চুলে জোজোবা অয়েলও দিতে পারেন। স্ক্যাল্পে পুষ্টি ফিরিয়ে আনতে শ্যাম্পু করার আগে জোজোবা অয়েল স্ক্যাল্পে ম্যাসাজ করতে পারেন। চুল নরম হবে। ফ্রিজি চুলের শ্যাম্পুটাও একটু ভিন্ন থাকা উচিত। এক্ষেত্রে মাইল্ড হার্বাল শ্যাম্পু বেছে নিতে পারেন। স্ক্যাল্পে শ্যাম্পু লাগানোর পর ধীরে ধীরে চুলের গোড়ায় শ্যাম্পু লাগান। শ্যাম্পু করার পর ভালোভাবে পানি দিয়ে চুল ধুয়ে নিবেন। শ্যাম্পু করার পর চুলে হালকা হাতে কন্ডিশনার ম্যাসাজ করুন। চুলের ডগায় কন্ডিশনার লাগাতে ভুলবেন না। কারণ চুলের ডগাতেই বেশি জট পড়ে। কন্ডিশনারের ক্ষেত্রে প্রোটিনসমৃদ্ধ। কন্ডিশনার লাগানোর দুই মিনিট পর পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন।

 

অনেকেই ফ্রিজি চুল বা এলোমেলো চুলগুলো জোরে আঁচরান। এটা ঠিক নয়। জট বাঁধা চুলে জোরে আঁচড়ালে চুল ছিঁড়ে যায় এবং চুলের আগা ফাটে। চুলের জট ছাড়াতে সবসময় বড় দাঁড়ার চিরুনি ব্যবহার করুন। এক্ষেত্রে কাঠের চিরুনি হলে ভালো হয়। তবে ভেজা চুল কখনই আঁচড়াবেন না, এতে চুল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। চুল আধশুকনো হলে আঁচড়ান। আবার ফ্রিজি চুল কখনই একেবারে শুকনো অবস্থায় আঁচড়াবেন না। চুল শুকনো থাকলে ভেজা আঙ্গুল দিয়ে হালকা হাতে জট ছাড়িয়ে তারপর চিরুনি দিয়ে আঁচড়ান।

 

সতর্কতা

♦ ফ্রিজি হেয়ারের সমস্যা থাকলে চুলে রোজ ব্লো ড্রায়ার, স্ট্রেটনিং আয়রন ব্যবহার করবেন না। এতে চুলের আরও ক্ষতি হয়।

♦ চুলে বারবার হাত দেবেন না, এতে হাতের ধুলো-ময়লা চুলে লেগে জট পড়ার সমস্যা আরও বাড়বে।

♦ চুল ধোওয়ার পর ভালো হেয়ার সিরাম লাগিয়ে নিতে পারেন। চুল এলোমেলো ও অবিন্যস্ত হবে না।

♦ ফ্রিজি চুলের জন্য অ্যালোভেরা তেল বেশ উপকারি। ট্রাই করতে পারেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর