শুক্রবার, ১৭ নভেম্বর, ২০১৭ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমার বয়স ৩২। ত্বক বেশ ভালো। কিন্তু কিছুদিন ধরে আমার ঠোঁট কালো হয়ে যাচ্ছে। ফলে দেখতে বাজে দেখায়। কী করব?   

ফাহিমা মিম, সিলেট

সমাধান

আমাদের ঠোঁটের ত্বক খুব পাতলা এবং ডেলিকেট হয়। কিছু লিপস্টিক, রোদ ঠোঁট কালো করে দিতে পারে। ধূমপান, শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজানো ইত্যাদিসহ আরও অনেক কারণে ঠোঁট কালো হয়ে যেতে পারে। তাই মুখ ধোয়ার পর ঠোঁট যখন ভেজা থাকে, হালকা করে নরম তোয়ালে দিয়ে ঘষে নিন। এতে ডেড স্কিন উঠে যাবে। দুধের সরের সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ঠোঁটে লাগান। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন। নিয়মিত পিওর আমন্ড অয়েল ঠোঁটে লাগান। সারারাত লাগিয়ে রাখুন। সানস্ক্রিনযুক্ত লিপ বাম লাগান। লিপস্টিকের ব্র্যান্ড পরিবর্তন করে দেখতে পারেন।

 

সমস্যা

কয়েক সপ্তাহ বাদেই বিয়ে। কিছুদিন আগে ওয়াক্সিং করিয়েছি। এখন ত্বকের র‌্যাশের সমস্যায় ভুগছি। সমাধান আছে কী?    

সায়লা শারমিন, চট্টগ্রাম

সমাধান

ওয়াক্সিং করানোর দুই-এক দিনের মধ্যেই র‌্যাশ কমে যাওয়ার কথা। যেহেতু কমেনি তাই কিছু ঘরোয়া টোটকা ট্রাই করতে পারেন। চন্দনবাটা ও অল্প গোলাপ জল মিশিয়ে র‌্যাশে লাগাতে পারেন। এতে উপকার পাবেন। অ্যালোভেরা জেলও লাগিয়ে দেখতে পারেন। আরও উপায় আছে অবশ্য। বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই পেস্টটি র‌্যাশের ওপর লাগান। পাঁচ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে, চামড়া খসখসে হয়ে গেলে অলিভ অয়েল কাজে লাগতে পারে। এতে শরীরের স্কিন কোমল হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর