শুক্রবার, ১ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
যত্নআত্তি

নামিয়ে নিন শীত পোশাক

ফ্রাইডে ডেস্ক

নামিয়ে নিন শীত পোশাক

মডেল : শ্রাবন্তী

শীত এখন দোর গোড়ায়। সন্ধ্যা থেকে শেষ রাত অবদীর হিমেল বাতাস জানান দেয় শীত চলেই এলো। শীত উপশমের অনুষঙ্গগুলো কী নামিয়েছেন? হয়তো এখনো না। তবে এবার নামিয়ে নিন শীত পোশাক। রইল নানা পরামর্শ।

 

♦  এই সময় ভারী শীতপোশাক না পরে ফুলস্লিব জামাকাপড় পরতে পারেন। আর বাকি কয়েক দিনের মধ্যে ভারী পোশাকগুলো পরিষ্কার করে নেওয়া উচিত।

♦  এই সময়ে পুরনো শীতপোশাক ও অন্যান্য অনুষঙ্গগুলো নামিয়ে নিন। প্রয়োজনে তা ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে নিন।

♦ পশমি বা উলের শীত পোশাক সরাসরি ইস্ত্রি না করে এর ওপর সুতি কাপড় বিছিয়ে নিলে পোশাক নষ্ট হবে না। শীতের পোশাক কুঁচকে গেলে উল্টে ইস্ত্রি করে নিন।

♦  উলের কাপড়ের প্রধান শত্রু পোকা। এর উপদ্রব থেকে বাঁচতে কাপড় ভাঁজ না করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখুন।

♦  উল বা পশমি কাপড় ধোয়ার সময় কম ক্ষারযুক্ত সাবান, ডিটারজেন্ট পাউডার কিংবা শ্যাম্পুর পানিতে ৩০-৪০ মিনিট ভিজিয়ে রাখুন। ধোয়ার সময় পানিতে সাদা কাপড়ের ক্ষেত্রে লেবুর রস ও রঙিন কাপড়ের ক্ষেত্রে ভিনেগার ব্যবহার করুন। উজ্জ্বলতা ঠিক থাকবে।

♦  শীতে কম্বল ড্রাইওয়াশ করুন। ঘরে পরিষ্কার করতে চাইলে লিকুইড সাবান মেশানো পানিতে দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে ফেলুন।

♦  লেপ-কম্বল অথবা যে কোনো শীত পোশাক ব্যবহারের আগে রোদে দিয়ে নিতে ভুলবেন না যেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর