শিরোনাম
শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা
কেনাকাটা

শীতে চাই শিশুর পছন্দের পণ্য

শীতে চাই শিশুর পছন্দের পণ্য

♦ ছবি : সৌজন্যে মি অ্যান্ড মম

প্রতিটি পরিবারেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে শীতের পণ্য কেনাকাটার বাজেট নিয়ে ঘষামাজা। তবে বাজেটে যতই কাটছাঁট করা হোক না কেন ছোট্ট সোনামণিটার বাজেটে যেন কোনো কমতি না থাকে সেদিকে নজর থাকে সবার আগে। আবার শুধু পোশাক হলেই হবে না এই শীতে শুষ্ক ত্বকের যত্নে লোশন, সাবান, শ্যাম্পু ও  জুতো থেকে শুরু করে সানগ্লাসটি হওয়া চাই ঠিকঠাক। যে কারণে কেনাকাটার তালিকাতেও আগে থাকে শিশুদের পছন্দের উপকরণ। জামা কাপড় কিংবা খেলনা সব কিছুই যেন হওয়া চাই পছন্দসই। একটু এদিক সেদিক হলেই সেটা যেন ছুড়ে ফেলে দেয় বাচ্চারা। যার ফলে ওদের কেনাকাটায় সাবধানতা একটু বেশিই অবলম্বন করতে হয়। তবে মুশকিলে পড়ে যান পোশাক, তৈজসপত্র ও খেলনা একসঙ্গে কিনতে গিয়ে। সবকিছু মিলিয়ে যেন গলদঘর্ম হতে হয়। খোঁজাখুঁজিতে অনেকটাই পরিশ্রান্ত হয়ে যান অনেকে। তবে সুখবর হলো আপনি চাইলেই এখন একই ছাদের নিচে মি অ্যান্ড মম শপে বাচ্চাদের পছন্দসই সবকিছু পাবেন। মি অ্যান্ড মম পুরো শপটাই সাজানো হয়েছে বাচ্চাদের পছন্দের পোশাক, খেলনা, এক্সেসরিজ, ডায়াপার, জুতো, স্যান্ডেল, লোশন, তেল বডি পারফিউম থেকে শুরু করে সবকিছু। এ প্রসঙ্গে মি অ্যান্ড মমের ব্যবস্থাপনা পরিচালক হিমেল সিনহা জানান, বাচ্চাদের পছন্দ প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমরাও চেষ্টা করি তাদের পছন্দ মতো কালেকশন রাখতে। কারণ আমাদের একটি টিম রয়েছে যারা বাচ্চাদের রুচি ও পছন্দ নিয়ে গবেষণা করে যাচ্ছে। বাচ্চাদের পাশাপাশি আমরা আরেকটি দিক দিয়ে স্পেশালিস্ট, তা হচ্ছে মায়েদের যত্নে। মা যারা তার বেশির ভাগ সময়ই বাচ্চাদের নিয়ে কনসার্ন থাকে। নিজেদের নিয়ে একটু কমই ভাবেন। আমরা সে ভাবনারই প্রতিফলন ঘটিয়েছি মি অ্যান্ড মমে। শো রুম : বসুন্ধরা- ক/১১/২এ, নর্দা, বসুন্ধরা। উত্তরা- হাউস-২৯, সেক্টর-৭, উত্তরা। মোহাম্মদপুর- ২৫/১২ ব্লক সি, তাজমহল রোড। মিরপুর- প্লট-৮, সেকশন-৬, সেনপাড়া। এলিফ্যান্ট রোড- বাটা সিগন্যাল সংলগ্ন। যোগাযোগ : ০১৭৩০৩১৬৯১৬। মায়ের মমতা জড়ানো আদর যেন শিশুকে রাখে নিরাপদ ও সুরক্ষিত। এ যেন কোনো ভাষাতেই লিখে বোঝানো যাবে না। ঠিক তেমননি সন্তানও মায়ের প্রতি যে ভালোবাসা প্রকাশ করে তার মধ্যেও থাকে অকৃত্রিমতা। উভয়ের এ ভালোবাসায় বিন্দুমাত্র খাদ নেই। ভালোবাসার এই মূল্যবোধ কে মাথায় রেখে মি অ্যান্ড মম প্রতিনিয়ত মা ও সন্তানদের জন্য নিত্যনতুন পণ্যের সমাহার করে থাকে।

সর্বশেষ খবর