শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

পরামর্শ দিয়েছেন ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক ও রূপ বিশেষজ্ঞ — ফারনাজ আলম

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমার বয়স ২১। আমার ঠোঁটের চারপাশে এবং চিবুকে বেশ কিছু কালো ছোপ আছে। ইভন স্কিনটোন কীভাবে পাব?   

নাঈমা হায়দার, টঙ্গী

 

সমাধান

ঘর থেকে বেরোলে উচ্চ এসপিএফ যুক্ত সানস্ক্রিন ব্যবহার করবেন। পাশাপাশি সপ্তাহে অন্তত দুবার চালের গুঁড়ো ও টকদইয়ের স্ক্রাব ব্যবহার করুন। তবে পুরো ত্বকে নয়। শুধু কালো ছোপের স্থানে হালকাভাবে ম্যাসাজ করবেন। চাইলে প্রতিদিন সমপরিমাণ মধু ও লেবুর রস নিয়ে ছোপের ওপর লাগাতে পারেন এবং ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

সমস্যা

আমার ত্বক মিশ্র প্রকৃতির। আমার ত্বকের জন্য কী ফেসিয়াল অয়েল ভালো হবে? কদিন বাদেই বিয়ে। ব্যবহার করতে পারব তো?   

আফরিন সুলতানা, টঙ্গী

 

সমাধান

বিয়ে আর সাধারণ দিন যাই হোক, ফেসিয়াল অয়েল ত্বকের জন্য বেশ উপকারী। সাধারণত শুষ্ক ত্বকে এটি আর্দ্রতা ধরে রাখে। এতে ত্বক নরম এবং মসৃণও থাকে। এসেনশিয়াল এবং প্রেসড অয়েলের সংমিশ্রণে এই জাতীয় তেল তৈরি করা হয়। ত্বকের নানা ধরনের সমস্যার জন্যও এই ধরনের তেল ব্যবহার করতে পারেন। অথবা শুধু ত্বক উজ্জ্বল এবং কোমল রাখতেও ব্যবহার করা যায়। আপনার মিশ্র ত্বক হলে, তৈলাক্ত অংশে ফেসিয়াল অয়েল লাগাবেন না। সারারাত ফেসিয়াল অয়েল লাগিয়ে রাখার প্রয়োজন নেই।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর