শুক্রবার, ৫ জানুয়ারি, ২০১৮ ০০:০০ টা
অন্দর সাজ

ফুলেল সাজে অন্দর

রচি জামান

ফুলেল সাজে অন্দর

♦ মডেল : সিঁথি ♦ ছবি : ফ্রাইডে

সুন্দর মনের বহিঃপ্রকাশ ঘটানো যায় ঘরে সৌন্দর্যের আবেশ ছড়িয়ে। সেখানে ব্যবহার করতে পারেন কারুকাজের আসবাব, বাহারি পর্দা, শোপিস, রকমারি লাইটের আলো-আঁধারি খেলা আরও কত আয়োজন। তবে সবকিছুর ভিড়ে বাহারি ফুলদানি না হলে কি চলে? যেন ঘরের সাজ অসম্পূর্ণই থেকে যায়। কারণ ফুলদানির বহুমুখী ব্যবহারে ঘরের সৌন্দর্য বেড়ে যায় দ্বিগুণ। টেবিল, টিভির ওপর, কর্নার টেবিল, বেডসাইট কিংবা শোকেস যেখানেই রাখুন না কেন সুন্দর মানিয়ে যাবে। তাতে সাজিয়ে রাখুন কিছু তাজা ফুল- বেশ হয়ে গেল এক টুকরো বাগান। তবে ফুলদানি যে শুধু ফুল দিয়েই সাজাতে হবে এমনটিও নয়। ফুলদানিগুলো ব্যবহার হতে পারে শোপিস হিসেবে। মানুষের চাহিদার দিকে খেয়াল রেখে বিক্রেতারা দোকানে বাহারি রং আর রকমারি ডিজাইনের চাইনিজ, জাপানিজ, থাই, ইরানি ও ইন্ডিয়ান ফুলদানির পসরা সাজিয়ে থাকেন। বাজারে একটু ঘুরলে বাঁশ, কাঠ, বেত, মাটি, সিরামিক, ক্রিস্টাল, কাচ, শক্ত প্লাস্টিক, ফাইবারসহ সব উপাদানের তৈরি ফুলদানি পাবেন। ছোট, মাঝারি কিংবা বড় তিন উচ্চতার ফুলদানিই পাবেন ত্রিভুজ, চৌকোনা, সিলিন্ডার কিংবা ডিম্বাকৃতির। বিক্রেতাদের মতে, সিরামিকে নানা রঙের সমাহার ঘটানো যায় বিধায় এর প্রতি ক্রেতাদের দুর্বলতা সব সময়কার। তবে অনেকেই এখন ফাইবারের দিকে ঝুঁকছেন। এখন নতুন ধাঁচের ফুলদানির চল এসেছে। এগুলোর কোনটার সঙ্গে ঘড়ি কিংবা পেনহোল্ডার লাগানো, কোনটা আবার দেয়ালে ঝুলিয়ে রাখা যায় আবার টেবিল ল্যাম্পের কাজও করে। এমন বহুমুখী বৈশিষ্ট্যই ক্রেতাদৃষ্টি আকর্ষণ করছে। ঘরের সাজেই যেহেতু ফুলদানির ব্যবহার তাই কেনার সময় আসবাবপত্র ও ঘরের রঙের সঙ্গে মানানসই ফুলদানি বাছাই করুন। ঘরকে কেমন দেখাবে তা নির্ভর করে কোন আকৃতির ফুলদানি কোথায় রাখবেন তার ওপর। আপনার ঘরের প্রবেশপথের দুই পাশে বড় আকারের ফুলদানি রাখতে পারেন। ফুলদানিতে ফুলের পাশাপাশি মানিপ্লান্ট সাজালেও খারাপ লাগবে না। ঘরের কোণে বড় আকৃতির সিরামিক কিংবা মাটির ফুলদানিতে তা ভালোই মানিয়ে যায়। প্লাস্টিকের ফুল কিংবা কাপড়ের ফুলও কিন্তু খারাপ দেখাবে না। খাবার টেবিলে অবশ্যই ছোট বা মাঝারি আকারের সিরামিক আর ক্রিস্টাল ফুলদানি বেছে নিতে হবে। নয়তো অন্যপাশের মানুষের চেহারা ঢেকে যেতে পারে। বসার ঘরে ছোট, বড়, মাঝারি যে আকারের ফুলদানিই ব্যবহার করুন না কেন তার রংটা হওয়া চাই সোফা, কুশন কিংবা কার্পেটের সঙ্গে মেলানো। টি-টেবিলে মাঝারি আকৃতির ফুলদানিতে ছেড়ে দিতে পারেন তাজা ফুল, পুরো ঘরে ছড়িয়ে যাবে মিষ্টি আবেশ। আপনার ওয়াসরুমও সাজতে পারে সিঙ্কের সঙ্গে মানানসই একটি ফুলদানিতে। বিষয়টি কিন্তু মোটেও মন্দ হবে না।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর