শুক্রবার, ৯ মার্চ, ২০১৮ ০০:০০ টা

২৫ শিক্ষার্থীর বিশেষ প্রশিক্ষণ

২৫ শিক্ষার্থীর বিশেষ প্রশিক্ষণ

দেশের শীর্ষস্থানীয় স্টুডেন্ট কনসালট্যান্ট প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক ২৫ জন ভিসাপ্রাপ্ত শিক্ষার্থীদের ৬ মার্চ ২০১৮ গুলশান সার্কেল-২, ঢাকায় এক বিশেষ প্রশিক্ষণ প্রদান করেছে। বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের বিশেষ তত্ত্বাবধানে উক্ত শিক্ষার্থীরা কানাডা, রাশিয়া, মালয়েশিয়া ও চায়নায়তে ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নের জন্য ভিসা পেয়েছে। এই সব শিক্ষার্থীদের নিয়ে 5th International Student Send off. শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের প্রতিপাদ্য বিষয় ছিল Celebrate the beginning of your higher studz journey in abroad. আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক বিশেষজ্ঞ এবং বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম.কে বাশার পিএমজেএফ এই প্রশিক্ষণের মূল আলোচক ছিলেন। এ ছাড়া এই প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ের ওপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বিএসবি-ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লায়ন খন্দকার সেলিমা রওশন, বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের পরিচালক (অ্যাডমিনিস্ট্রেটিভ) মো. শামসুল ইসলাম সাগর এবং মো. আরিফুল আলম, পরিচালক- (বিজনেস ডেভেলপমেন্ট) প্রমুখ।

সর্বশেষ খবর