শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

এক্সেসরিজের খুঁটিনাটি

নূরজাহান জেবিন

এক্সেসরিজের খুঁটিনাটি

♦ ছবি : বুশরা ♦ ছবি : মঞ্জুরুল আলম

সঠিক এক্সেসরিজ না পরলে সাজটাই মাটি! আর বেছে পরতে পারলে সাধারণ পোশাকেও দেখাবে পার্টি লুক!

 

একসঙ্গে অনেক কিছু নয়

গয়না পরলে কখনোই একসঙ্গে দুল, হার, আংটি, ব্রেসলেট চলবে না। পার্টি ড্রেসের সঙ্গে পরুন দুল বা হার। গয়না, ঘড়ি, স্কার্ফ, টুপি, সানগ্লাস একসঙ্গে কখনোই না। মনে রাখতে হবে অতিরিক্ত সবকিছুই বেমানান।

 

সাদামাটা পোশাকে উজ্জ্বল

সাদা, কালো, অ্যাশ, নেভি ব্লু পোশাক অনেক আছে! এসব পোশাকে উজ্জ্বল রঙের এক্সেসরিজ বেছে নিন। কালো বা নেভি ব্লু ড্রেসের সঙ্গে সরু লাল অথবা হট পিঙ্ক বেল্ট। খাকি অথবা অলিভ রঙের পোশাকের সঙ্গে বেঁধে নিন উজ্জ্বল হলুদ অথবা কমলা স্কার্ফ।

 

সব কিছু ম্যাচিং নয়

নীল জামার সঙ্গে নীল জুতো, নীল ব্যাগ, নীল দুল! সব সময় একেবারেই নয়! পার্পল শার্ট পরেছেন? নিয়ে নিন লেমন রঙের ব্যাগ। সাদা বা কালো পোশাক হলে তো চিন্তাই নেই! সঙ্গে যাবে যে কোনো রঙের এক্সেসরিজ।

 

সাইজের দিকে নজর

দুই ধরনের এক্সেসরিজ পরলে দুটিই যেন খুব বড় না হয়। একটি বড় পরলে আরেকটি ছোট পরার চেষ্টা করুন। অর্থাৎ বড় একটা দুল পরলে সঙ্গে গলায় পরুন সরু চেন। বড় হ্যাট পরবেন তবে সঙ্গে কিন্তু বড় একটা বেল্টও পরে নিন।

 

মেকআপ ও এক্সেসরিজ

পোশাকের সঙ্গে মানানসই মেকআপই নজর কাড়ার জন্য যথেষ্ট। নেল পলিশ বা নেল আর্ট, নকল আইল্যাশ, রঙিন কনট্যাক্ট লেন্স অথবা উজ্জ্বল রঙের একটা হেয়ার এক্সটেনশন থাকলে প্রয়োজন হবে না কোনো এক্সেসরিজ এরই!

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর