শুক্রবার, ২০ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

রুক্ষ চুল আর আগা ফাটার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। কোনো শ্যাম্পুতেই কাজ হচ্ছে না। দিন যত যাচ্ছে, চুল রুক্ষ হয়ে ফুলে থাকছে। খুব অল্প সময়েই চুলের সেটিং নষ্ট হয়ে যায়। এই অবস্থায় করণীয় কী?

 কণিকা সুপ্রিয়া, ধানমন্ডি।

সমাধান

আপনার চুল নিষ্প্রাণ হয়ে গেছে। এই ধরনের চুলের জন্য প্রথমেই দরকার ময়েশ্চার বৃদ্ধি করা। চুলে প্রাণ ফিরিয়ে আনতে টক দইয়ের প্যাক ব্যবহার করতে পারেন। ১ কাপ টক দই, ১ টেবিল চামচ ভিনেগার, ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এবার পুরো চুলে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই প্যাকটি চুলের আর্দ্রতা বজায় রেখে চুলকে শক্ত ও মজবুত করবে ও চুল ভাঙা রোধ করবে। দ্রুত এবং আরও কার্যকরী ফল পেতে মিমোসা হেয়ার সল্যুশন ভালো কাজে দেবে। এতে আছে কমপক্ষে ৮০টি উপকারী উপাদান। আপনার চুল সুন্দর করতে কপার, জিংক, আয়রন, ভিটামিন-ই, ভিটামিন-বি৬, ভিটামিন-বি১২, ভিটামিন-এ, বিটা ক্যারিটিন ও প্রোটিনের যোগান দেবে। তাই মনের মতো মসৃণ চুল পেতে কোনো ধরনের ঝামেলায় যেতে না চাইলে মিমোসা হেয়ার সল্যুশন ব্যবহার করতে পারেন নির্বিঘ্নে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর