শুক্রবার, ২৭ এপ্রিল, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমার বয়স ১৮ বছর। গ্রীষ্মকাল আসলেই আমার ত্বকে তৈলাক্ততা দেখা দেয়। কোনো প্রসাধনী সহ্য হয় না। ত্বকে চুলকানি, ব্রণ এবং কালো দাগসহ ত্বক কুচকে যাওয়াসহ অনেক সমস্যা দেখা দেয়। কোনোভাবেই ভালো সমাধান পাচ্ছি না। করণীয় কী?

তাকওয়া তাবাসসুম, যশোর।

সমাধান

হাতের কাছে থাকা উপাদানে তৈরি একটি মাস্ক হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ ওটস, ১ টেবিল চামচ দুধ/কমলা/তরমুজ রস দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিন। পুরো মুখে লাগিয়ে আধাঘণ্টা পর ঠাণ্ডা পানিতে ধুয়ে নিন। ত্বকের গ্লোয়িং আরও দ্রুত বৃদ্ধি করতে ব্যবহার করতে পারেন দুটি অর্গানিক সল্যুশন। মাস্ক ব্যবহারের আগে মিমোসা স্কিন ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ত্বকের কালো দাগ দূর করতে অসাধারণ কার্যকরী ভূমিকা রাখে। মাস্ক ধুয়ে ফেইস অ্যান্ড বডি বাটার ক্রিম লাগিয়ে নিন। ত্বকের সৌন্দর্য ও কোমলতা বাড়াতে ক্রিমটি দারুণ উপকারী। ত্বকের যত্ন আরও বেশি নিশ্চিত করতে ত্বকচর্চা রাতের বেলায় করা উচিত।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর