প্রিন্ট ভার্সন
পোশাকে শালীন পোশাকে শালীন

কোন ধরনের পোশাককে শালীন বলা যায়? নিশ্চয় এমন কোনো পোশাক যার নকশার ধরন ও রঙে একটি মোলায়েম ভাব থাকবে। পোশাকের ভাব-গাম্ভীর্য অন্যের কাছে ব্যক্তিকে সম্মানের পাত্র হিসেবে উপস্থাপন করে। আমাদের দেশে শালীন পোশাক বলতে ঢিলেঢালা লম্বা পোশাককেই বোঝানো হয়। অর্থাৎ পোশাকের আবরণে নারী-পুরুষের আব্রু ঢাকা চাই পুরোপুরি। শালীন পোশাক সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন—তানিয়া তুষ্টি  …