শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

পরামর্শ দিয়েছেন মিমোসা অর্গানিক সল্যুশনের রূপ বিশেষজ্ঞ -— মনিরা রহমান

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমি হাইস্কুলে পড়ি। এ বয়সেই আমার মাথার বেশ কিছু চুল পেকে গেছে। দিন দিন পাকা চুলের পরিমাণ বাড়ছে, যা আমার জন্য খুবই অস্বস্তিকর। চুল পাকার সমস্যার পাশাপাশি চুল ভেঙে যাওয়া ও পড়ে যাওয়ার সমস্যাও বেড়েছে। তাই খুব দ্রুত চুলের শেপ নষ্ট হয়ে যাচ্ছে। রুক্ষতা, শুষ্কতা আর এলোমেলো লাগে সব সময়। এর সমাধান কী?      

— বর্ষা স্কলাস্টিকা রড্রিগেজ, ঢাকা।

 

সমাধান

প্রথমেই পাকা চুল রোধের জন্য প্যাক ব্যবহার করতে হবে। সে জন্য নারকেল তেল ৪ টেবিল চামচ, একটি আস্ত লেবু ব্লেন্ড, কারি পাতার রস ১ টেবিল চামচ, আমলকীর রস ১ টেবিল চামচ, রসুনের রস ১ টেবিল চামচ মিশিয়ে নিন। তারপর মাথার ত্বকে ভালো করে লাগিয়ে বাকিটা পুরো চুলে লাগান। ৪০ মিনিট পর শ্যাম্পু করুন। সবশেষে কন্ডিশনার লাগাতে ভোলা যাবে না। অপরদিকে চুল গজাতে ও ভেঙে যাওয়া রোধ করতে অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ, পিয়াজ রস ২ চা চামচ, আদা রস ২ টেবিল চামচ, রসুনের রস ১ চা চামচ দিয়ে বানানো প্যাক একই নিয়মে চুলে দিন। এক সপ্তাহে পাকা চুল রোধী প্যাক আরেক সপ্তাহে চুল গজানোর প্যাক ব্যবহার দারুণ উপকার দেবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর