শুক্রবার, ২০ জুলাই, ২০১৮ ০০:০০ টা
জেনে রাখুন

কোল্ড ড্রিঙ্কসে সহজ সমাধান

মোহাম্মদ সুজন

কোল্ড ড্রিঙ্কসে সহজ সমাধান

ছবি : ইন্টারনেট

গরম এলেই প্রাণ জুড়ানোয় কোল্ড ড্রিঙ্কসে চুমুক দেন কমবেশি সবাই। ডাক্তার যতই বারণ করুন না কেন, ঘরে-বাইরে, আড্ডায়-পার্টিতে কোল্ড ড্রিঙ্কস না হলে যেন জমে ওঠে না। এর বাইরেও কিন্তু কোল্ড ড্রিঙ্কসের নানা ব্যবহার রয়েছে। চলুন জেনে নেওয়া যাক...

 

♦  মাংস স্টেক বা রোস্ট করার সময় এই কোমল পানীয় ব্যবহার করলে মাংস তাড়াতাড়ি নরম হবে। আবার বারবিকিউ সসে সফট ড্রিঙ্কস দিলে মিষ্টি স্বাদ আসে।

♦   ডিপফ্রিজের মাছ-মাংসের জমাট বাঁধা বরফ গলাতে কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন। জমাট বাঁধা বরফের ওপর ধীরে ধীরে সফট ড্রিঙ্কস ঢালুন। দেখবেন বরফ গলতে শুরু করেছে।

♦   মেলামাইন বা কাঁচের প্লেটে অসতর্কতা বসত পুড়ে গেলে ফেলে দেওয়াই কী সহজ সমাধান! পুড়ে যাওয়া অংশে সামান্য কোল্ড ড্রিঙ্কস ঢেলে কিছুক্ষণ বাদে স্ক্রাবার দিয়ে ঘসে নিন। পোড়া দাগ নিমিষেই উধাও হয়ে যাবে।

♦   একই পদ্ধতিতে চায়ের কেটলি বা জারে দাগও তুলতে পারবেন খুব সহজেই।

♦   বাড়ির পুরনো গ্রিলে, লোহার জিনিসে মরচে পড়লে কোল্ড ড্রিঙ্কস কাজে লাগান। মরচের ওপর কিছুক্ষণ সফট ড্রিঙ্কস লাগিয়ে রেখে দিন। এবার স্ক্রাব করে নিন। দেখবেন সহজেই মরিচা উঠে গেছে।

♦   অন্দরের টয়লেট, বেসিন বা রান্নাঘরের সিঙ্ক পরিষ্কারেও এর জুড়ি নেই। খানিকটা কোল্ড ড্রিঙ্কস বেসিনে বা কমোডে ঢেলে দিন। মিনিট দশেক পর পানি ফেলে বা ফ্লাশ করে দিন দেখবেন ঝকঝক করছে।

♦   জানালার কাচ ঘোলাটে দেখালে সামান্য সফট ড্রিঙ্কস স্প্রে করে মুছে নিন। কাচ ঝকঝক করবে।

♦   একই পদ্ধতিতে রান্নাঘরের টাইলসও পরিষ্কার করতে পারবেন। এতে তেল চিটচিটে ভাব থাকবে না।

♦   পুরনো কয়েন বা ধাতব বস্তু পড়ে থাকতে থাকতে মরচে ধরে যায়। সামান্য কোল্ড ড্রিঙ্কস ঢেলে কিছুক্ষণ বাদে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। দেখবেন মরচে উঠে গিয়ে কয়েন বা ধাতব বস্তু পরিষ্কার দেখাচ্ছে।

♦   কাপড়ের জেদি দাগে সামান্য কোল্ড ড্রিঙ্কস লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এবার সামান্য পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখবেন দাগ নিমিষেই গায়েব।

♦   টেবিল ক্লথে খাবারের দাগ উঠাতে সফট ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন অনায়াসেই। দাগ লাগা স্থানে সামান্য কোল্ড ড্রিঙ্কস লাগিয়ে কিছুক্ষণ ঘষে নিন। এরপর সাবান দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে।

 

পোকামাকড় নিয়ন্ত্রণে কোল্ড ড্রিঙ্কস

কৃষি কাজে কীটনাশক হিসেবে এই কোল্ড ড্রিঙ্কস ব্যবহার করতে পারেন। এ ছাড়া আপনার ঘরের বারান্দা কিংবা শখের বাগানে পোকামাকড়ের উপদ্রব কমাতে ব্যবহার করতে পারেন। পানির সঙ্গে খানিকটা কোল্ড ড্রিঙ্কস মিশিয়ে গাছে স্প্রে করুন। পোকামাকড় দূরে থাকবে।

কাপড়ে বা চুলে চুইংগাম লেগে গেলে

অনেক সময় কাপড়ে বা চুলে চুইংগাম লেগে বিড়ম্বনার শেষ নেই। উপায় খোঁজার জন্য চলে যান পার্লার বা প্রফেশনালের কাছে। হাতের কাছে কোল্ড ডিঙ্কস থাকলে সমাধান করতে পারবেন। সামান্য কোল্ড ড্রিঙ্কস কাপড়ে বা চুলে চুইংগাম লেগে থাকা অংশে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন দেখবেন চুইংগাম উঠে গেছে। তবে, চুল ধোয়ার পর কিন্তু কন্ডিশনার লাগাতে ভুলবেন না।

 

তাহলে আর টেনশন কিসের? ঘরের কাজের যাবতীয় সহজ সমাধান মিলবে কোল্ড ড্রিঙ্কস থেকেও।

সর্বশেষ খবর