শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

সুরভিত হেঁসেল

সুরভিত হেঁসেল

♦  প্রথমেই রান্নাঘরের ডাস্ট আলাদা করে ফেলুন। আবর্জনার জন্য দুরকম ডাস্টবিন ব্যবহার করুন। পচনশীল জিনিস বাইরের ডাস্টবিনে ফেলুন।

  ঘরে ডাস্টবিন ব্যবহারের আগে ও পরে অ্যান্টিসেপটিক ক্লিনার দিয়ে ধুয়ে ফেলুন। সবচেয়ে ভালো হয়, যদি ঝুড়ির ভিতর গার্বেজ ব্যাগ রেখে তা ব্যবহার করতে পারেন।

  প্রতি সপ্তাহে থালাবাসন মাজার স্পঞ্জ বদলান। প্রয়োজন পড়লে বাসন মোছার তোয়ালেও বদলান প্রতি ৩-৪ সপ্তাহ পরপর। সেটাও সম্ভব না হলে রোজই কাজ শেষে তোয়ালে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে কাচুন।

  রান্নাঘর পরিষ্কার রাখতে বেসিন ও সিঙ্ক পরিষ্কার রাখুন। রান্না শেষে লিকুইড সাবান দিয়ে বেসিন ধুয়ে নিন। খানিকটা ভিনেগার ও বেকিং সোডা দিয়েও ধুতে পারেন।

♦  ফ্রিজ পরিষ্কার না রাখলেও অনেক সময় রান্নাঘর থেকে দুর্গন্ধ বের হয়। এই সমস্যা এড়াতে কয়েকটা কুচি পাতিলেবু রেখে দিন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর