শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারে সতর্কতা

মাইক্রোওয়েভ ওভেন ব্যবহারে সতর্কতা

চট করে খাবার গরম বা স্বল্প সময়ে রান্নার জন্য মাইক্রোওয়েভ ওভেন সেরা। তবে এর ব্যবহারে সবারই থাকা চাই সচেতনতা...

 

♦  খালি অবস্থায় মাইক্রোওয়েভ ওভেন চালু করবেন না।

♦  ধাতব বস্তু অর্থাৎ চামচ, স্টিলের বাটি ইত্যাদি মাইক্রোওয়েভ ওভেনে রাখবেন না।

♦  প্লাস্টিকের পাত্রে খাবার গরম করতে দেবেন না। এতে প্লাস্টিক গলে যেতে পারে।

♦  অ্যালুমিনিয়াম ফয়েলে মোড়ানো কোনো কিছু মাইক্রোওয়েভ ওভেনে ঢোকাবেন না। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে।

♦  মাইক্রোওয়েভ ওভেনে খাবার অতিরিক্ত গরম করাও অনুচিত।

♦  মাইক্রোওয়েভ ওভেনে ভুলেও শুকনা মরিচ গরম করবেন না। এতে ধোয়া নির্গত হতে পারে।

♦  মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার ক্ষেত্রে সব সময় সতর্ক থাকুন। কারণ খাবার বেশি গরম হয়ে ওভেন নষ্ট হতে পারে।

সর্বশেষ খবর