শুক্রবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

মনোবিদের মুখোমুখি

মনোবিদের মুখোমুখি

ছবি : ইন্টারনেট

প্রশ্ন

আমার বাচ্চার বয়স চার বছর। বাড়ির মানুষের সঙ্গে দুয়েকটি শব্দ দিয়ে প্রয়োজনীয় কথা বলে। নিতান্ত দরকার না থাকলে মুখ থেকে তেমন কোনো শব্দই বের করে না। বাসার বাইরে গেলে সে আরও চুপ হয়ে যায়। অপরিচিতদের সঙ্গে একদমই কথা বলে না। এটা নিয়ে আমি বেশ চিন্তিত। এই সমস্যা সমাধানে আমি কি করতে পারি?

 

সমাধান

আপনার সন্তান বয়স অনুযায়ী ভাষা বিকাশে পিছিয়ে আছে। তবে চিন্তার বিশেষ কোনো কারণ নেই। এ ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রে ঘটে থাকে। নিয়মিত সঠিক পরিচর্যায় কাক্সিক্ষত ফল পাওয়া যায়। তাই আপনার বাচ্চার সঙ্গে খেলার মাধ্যমে ছোট শব্দ দিয়ে কথা বলা শুরু করতে হবে। আর বাচ্চা বাইরে গেলে কেন চুপ করে থাকে তা বোঝার জন্য বাচ্চাকে পূর্ণ পর্যবেক্ষণে রাখতে হবে। কোথাও নিয়ে যাওয়ার আগে বা নতুন মানুষের সঙ্গে দেখা হওয়ার আগে তাদের ছবি অথবা সেই জায়গা সম্পর্কে আগেই ধারণা দেওয়া যেতে পারে। তবে যদি বাচ্চা ভয় পায় তাহলে নতুন মানুষের সঙ্গে কথা বলার ক্ষেত্রে জোর করা যাবে না। বাচ্চার কথা বলার জন্য স্পিচ প্যাথলজিস্ট ও কোনো শিশু বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত।

 

পরামর্শ দিয়েছেন

তারানা আনিস

শিশু মনোবিজ্ঞানী

চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার

অ্যাপোলো হাসপাতাল, ঢাকা

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর