শুক্রবার, ৫ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

শরৎ শোভায় নারী

তানিয়া তুষ্টি

শরৎ শোভায় নারী

ছবি : জয়ীতা রায়

নাগরিক জীবন যতই ব্যস্ত থাকুক প্রকৃতি তার আপন উল্লাসে দোল দিতে ভুল করে না। আপন শোভায় সাজায় জল, জঙ্গল, পাহাড়, আকাশ। এ যেন এক অন্যরকম মায়া, অন্যরকম আচ্ছন্ন। আপনি যতই ব্যস্ত থাকুন, আপনার মন যতই কর্মমুখী হোক এমন ঋতুতে আবেগ এড়াতে পারেন না কোনো মতেই। প্রকৃতির সৌন্দর্যে নিজেকে শামিল করতে রীতিমতো শুরু করে দেন বিশ্øেষণ। পদ্মদীঘি বা শাপলার ঝিলে আপনি হতে চান প্রকৃতি কন্যা। খুব ব্যস্ততার মাঝেও এমন একটু সময় বের করে নেওয়া আপনার জন্য হয় পরম আনন্দের।

যান্ত্রিক জীবনকে প্রাকৃতিক সুখের স্বাদ দেওয়া, যেন নিজেকেই শোধন করা। মেকি আদবকেতার একদম বাইরে থাকে এর অবস্থান। নিজেকে তাই একদম সবুজে হারানো। পাখপাখালির সুরে ডিঙি নৌকায় তালে তাল রেখে ভেসে চলা। পুঁজিবাদের চরম মাত্রা যখন আমাদের গ্রাস করেছে, ঠিক তার আগে সাজগোজের এত হাজার উপকরণ ছিল না। তখন আবহমান বাংলার নারীর কাছে দুহাত ভর্তি কাচের চুড়ি, গলায় পুঁতির মালা, কপালে টিপ আর পায়ে আলতা ছিল এক পরমানন্দের বিষয়। একরঙা চিকোন পাড়ের শাড়িতে আমাদের নারীরা অল্প কিছুদিন আগেও বেজায় খুশি থেকেছে। ঠোঁটে যদি হালকা লিপস্টিক জুটেছে তবে যেন একটু বেশিই গরবিনী হয়েছেন তিনি। এই যুগে এসে আমাদের মা চাচিদের কিশোরী বা তরুণী আমলের সাজ এখনো আমাদের নাড়ির টানে ভেসে ওঠে। এ এক স্বস্তি জাগানো অনুভূতি। তাই তো সাজগোজের ঘটা আর উপভোগ যত বেড়েছে, প্রাকৃতিক সে সুখের চুলচেরা বিশ্øেষণ ও তত বেড়েছে। শরতের ঠিক এই সময়টাতে আমরা মোটেও ভুল করি না অকৃত্রিম সে মায়ার টানে ছুটে যেতে। আমরা এখনো ভালোবাসি হালকা কুয়াশায় মোড়া শরতের সকাল। ভালোবাসি বিলের শাপলা। ভেসে বেড়াতে মন টানে ডিঙি নৌকায়। পা রাঙাতে ইচ্ছে করে রক্তরেখা আলতায়। আমরা চাই, আকাশের সমস্ত নীল এসে ভিড় জমাক শাড়ির জমিনে। হাতভর্তি কাচের চুড়ির রিনিঝিনি শব্দে মাতাল সুর তুলুক। হাজার বছর ধরে বাংলার রূপে এমনি নারীর আদল খুঁজে ফিরবে আমাদের প্রাকৃতিক মন। সে যাত্রা থেকে আপনি কেন বাদ যাবেন। শরৎ শোভায় আপনিও নিজেকে সাজিয়ে নিতে পারেন এমনিভাবে। বিল-ঝিলের জলে ফুটে থাকা শাপলা পদ্মের বুকে আপনিও পারেন ভেসে বেড়াতে। মুঠো ভরে তুলতে পারেন শাপলা কিংবা পদ্ম। ফুলের গয়নায় নিজেকে সাজিয়ে দেখুন না, এক অপরূপ মায়ায় হয়তো আপনিও হয়ে উঠেছেন শরৎ শোভায় অনন্য নারী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর