শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

মনোবিদের মুখোমুখি

প্রশ্ন-

আমার বাচ্চার বয়স ৮ বছর। স্কুলে যায়। ক্লাসের পড়াশোনায় মোটামুটি ভালো, তবে মনোযোগী নয় খুব বেশি। তবে বেশিক্ষণ পড়তে চাচ্ছে না। ইদানীং আবার অনেক মিথ্যা বলে। স্কুলের পড়া নিয়ে অথবা সামান্য যে কোনো বিষয় নিয়ে মিথ্যা বলে ফেলে। এই সমস্যা নিয়ে আমি বেশ চিন্তিত। কীভাবে এই সমস্যা দূর করব?

 

উত্তর-

আপনি বলেছেন বাচ্চার বয়স ৮ বছর। এই বয়সে এমনিতেই একাধারে বড়দের মতো করে বেশি সময় নিয়ে পড়তে পারবে না। বাচ্চা যদি যে কোনো কাজে একাধারে ৮-১০ মিনিট মনোযোগ দেয় তবে কোনো সমস্যা নেই বলা চলে। সে জন্য তার লার্নিং টাস্কগুলোকে খেলার মাধ্যমে মজা করে শেখাতে পারেন। আর মিথ্যা বলার ব্যাপারে দেখতে হবে শিশু কাউকে অনুকরণ করছে নাকি। সেকি অবস্থা সামলাতে ভয় পেয়ে তাৎক্ষণিকভাবে নিয়মিত মিথ্যা বলছে? আবার অনেক সময় স্কুলের বন্ধুদের বা শিক্ষকের মনোযোগ পাওয়ার জন্য বলছে কিনা তাও দেখতে হবে। এক্ষেত্রে আপনার সঙ্গে যেন সন্তানের সম্পর্ক ভয়ের না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সত্য বলার গুরুত্বটি গল্প বলার মাধ্যমে তাকে বুঝিয়ে বলতে হবে। তাছাড়া তার এই মিথ্যা বলাটা যেন কোনোভাবেই বড়দের দ্বারা উৎসাহিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরাও কোনো কারণে শিশুর সামনে এভাবে মিথ্যা বলছি কিনা সেটা খেয়াল রাখতে হবে। তারপরও যদি এই সমস্যাগুলো অনেক দিন থেকে যায় তাহলে আপনি কোনো মনোবিদের পরামর্শ নিন।

পরামর্শদাতা-

তারানা আনিস

শিশু মনোবিজ্ঞানী

চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার

এ্যাপোলো হসপিটালস, ঢাকা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর