শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

সমস্যা-

সারা বছর চুলে খুশকি না থাকলেও শীত আসার এই সময়টাতে তা প্রচন্ড বেড়ে যায়। এই সময় চুল রুক্ষ হয়ে যায়। চুল ভেঙে যাওয়ার প্রবণতাও বাড়ে অনেক বেশি। নিয়মিত ব্যবহারের শ্যাম্পুতে তেমন কাজ হতে চায় না। এই অবস্থায় আমার করণীয় কী?                                                   

                        তাহসিনা হাবিব, পঞ্চগড়

 

সমাধান-

এ ধরনের সমস্যা শুধু আপনার একার নয়, অধিকাংশরা ভুগে থাকেন। এজন্য উদগ্রীব না হয়ে হাতের কাছে থাকা উপাদান দিয়ে সমাধান করতে পারেন। এজন্য একটি পরিষ্কার বাটিতে অ্যালোভেরা জেল নিন ১ চা চামচ, নিমপাতা বাটা নিনি ১ চা চামচ, রসুন বাটা নিন আধা চা চামচ, কারি পাতা বাটা ১ চা চামচ, লেবুর রস নিন দেড় চা চামচ। এবার সবগুলো উপাদান একসঙ্গে দারুণভাবে মিশিয়ে নিন। তারপর মাথার ত্বকে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। এরপর হালকা পানি দিয়ে ভালো করে ম্যাসাজ করুন। তারপর শ্যাম্পু করে ধুয়ে নিন। প্রতি সপ্তাহের এই ট্রিটমেন্ট আপনাকে দেবে খুশকি থেকে মুক্তি।

 

পরামর্শদাতা-

মনিরা রহমান

রূপবিশেষজ্ঞ,

মিমোসা অর্গানিক স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর