শুক্রবার, ১২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
রেসিপি

শারদীয় স্বাদ

পুজো মানেই ঘরে ঘরে রকমারি মাংসের পদ। টক-ঝাল-মিষ্টি নানা স্বাদে সেজে ওঠে ডাইনিং টেবিল। রইল রেসিপি...

শারদীয় স্বাদ

মামুন চৌধুরী : রন্ধনশিল্পী

জাফরানি খাসির মাংস

উপকরণ

হাড় ছাড়া খাসির মাংস ৭৫০ গ্রাম, পিয়াজ ৩০০ গ্রাম, আদা-রসুন বাটা ২ টে. চা, কাজুবাদাম বাটা ৩ টে. চা, কুকিং ক্রিম ১০০ গ্রাম, তেল ২৫০ গ্রাম, টক দই ১০০ গ্রাম, মরিচ গুঁড়া ২ টে. চা, টমেটো পেস্ট ১ টে. চা, এলাচ ৫ পিস, তেজপাতা ২ পিস, দারুচিনি ১০ গ্রাম, জয়ত্রী ২ পিস, জায়ফল সামান্য, জিরা গুঁড়া ১ টে. চা, লবণ পরিমাণমতো, ধনে গুঁড়া ১ টে. চা, তরল দুধ ১০০ গ্রাম, ঘি ২ টে. চা, হলুদ ১ টে. চা, জাফরান অল্প, ধনেপাতা কুচি অল্প, কাঁচামরিচ ৫টি।

প্রণালি

প্রথমে হাড় ছাড়া খাসির মাংস, পিয়াজ কুচি, আদা-রসুন বাটা, ধনেপাতা কুচি, কাঁচামরিচ, কাজুবাদাম বাটা, টক দই, তেল, লবণ, জায়ফল, জয়ত্রী বাটা, মরিচ-হলুদ-জিরা ও ধনিয়া গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে ৩০ মিনিট পরে চুলায় বসিয়ে দিন। আস্তে আস্তে নাড়াচাড়া করুন। মাংস সেদ্ধ হলে কুকিং ক্রিম, ঘি দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিন। এবার বেরেস্তা ছিটিয়ে পরিবেশন করুন জাফরানি খাসির মাংস।

 

লেমন সুইট চিকেন

উপকরণ

মুরগির মাংস ৫ পিস, চিনি ৪ টে. চা, লেবুর রস ৩ টে. চা, আদা-রসুন বাটা ৩ টে. চা, সয়াবিন তেল ২ টে. চা, টক দই ১ কাপ, মরিচ গুঁড়া ১ টে. চা, জিরা গুঁড়া ১ চা চা, লবণ স্বাদমতো, ধনেপাতা কুচি ২ চা চামচ।

 

প্রণালি

মুরগির মাংসের সঙ্গে লেবুর রস, টক দই ও আদা-রসুন বাটা দিয়ে ভালো করে মেখে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। তারপর মাংসের সঙ্গে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, চিনি, গোলমরিচ মিশিয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন, তারপর ফ্রাইপ্যানে তেল গরম করে লাল করে এপাশ ওপাশ ভেঁজে নামিয়ে ওপরে ধনেপাতা ও টমেটো সস দিয়ে পরিবেশন করুন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর