শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

রান্নার স্বাদ বাড়ানোর টিপস

রান্নার স্বাদ বাড়ানোর টিপস

♦   মাইক্রোওয়েভ ওভেনে রাঁধতে চাইলে ইলিশ মাছটি লবণ-হলুদ মাখিয়ে ২ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। এরপর নির্দিষ্ট তাপমাত্রায় ওভেনে বেক করুন।

♦  একইভাবে মাইক্রোওয়েভ ওভেনে সরিষা ইলিশ রাঁধতে হলে ইলিশের গায়ে সরিষা বাটা মাখিয়ে তারপর ওভেনে দিন।

♦  এলাচ সম্পূর্ণ গুঁড়া করে ব্যবহার করা ভালো। এতে এলাচে কামড় পড়ে খাওয়ার মজা নষ্ট হবে না। আবার রান্নাতেও সুগন্ধ হবে।

♦  লাল সরিষার ঝাঁজ বেশি হয়। হলুদ সরিষা ব্যবহার করলে তিতা হয় না। সরিষা বাটার সময় লবণ ও কাঁচামরিচ একসঙ্গে বাটুন।

♦  ডাল বা তরকারিতে লবণ বেশি হয়ে গেলে আটা বা ময়দা মেখে ছোট ছোট বল তৈরি করে রান্নায় দিয়ে কিছুক্ষণ পর তুলে ফেলুন। লবণের স্বাদ কমে যাবে।

♦  মাছ রান্না করে কাঁচা ধনেপাতা থাকলে তা কুচি করে কেটে বিছিয়ে দিন, স্বাদ অনেকগুণ বেড়ে যাবে।

♦  বেরেস্তা করার সময় পিয়াজ ভেজে নামানোর আগে সামান্য পানি ছিটিয়ে দিন। এতে পিয়াজ তাড়াতাড়ি লালচে হবে।

♦  মাংসজাতীয় রান্না করে শেষে বেরেস্তা (পিয়াজ কুচি ভাজি) ছড়িয়ে দিন। এতে স্বাদ বেড়ে যাবে।

♦ রান্নায় ডালের বড়া বেশি সময় ধরে রান্না করুন, এতে ডালের স্বাদ বেড়ে যাবে।

সর্বশেষ খবর