শুক্রবার, ২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

শীতের আগেই এই সময়টাতে ত্বক হয়ে উঠেছে রুক্ষ ও খসখসে। বিশেষ করে হাত-পায়ের চামড়ায় খসখসে ভাবটা বেশি দেখা যাচ্ছে। নখের পাশ থেকে চামড়া ফেটে যাচ্ছে। হাত-পায়ের নখও ভঙ্গুর হয়ে উঠেছে। এই সমস্যার সমাধান কী?                                                  

                              সিঁথি, নারায়ণগঞ্জ।

 

সমাধান

শীতের এই সময়ে এ ধরনের সমস্যা খুবই কমন। বেশির ভাগ মানুষই এমন সমস্যায় পড়েন। ঘরোয়া উপায়ে সমাধান চাইলে একটি বাটিতে এক টেবিল চামচ দুধের সর বা মাখনে কয়েক ফোঁটা লেবুর রস ও গ্লিসারিন মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন। রাতে ঘুমানোর আগে ভালো করে  হাত-পায়ে লাগিয়ে নিন। এ ছাড়া হাত-পায়ের মসৃণতা ধরে রাখতে বাদাম তেলের মালিশও উপকারে আসবে। হাত-পায়ের খসখসে ভাব দূর করতে ১ চা চামচ চিনি ও লেবুর রসও উপকার  দেবে। উপাদান দুটি একসঙ্গে মিশিয়ে দুই হাত-পায়ে ঘষতে থাকুন। তারপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। চিনির পরিবর্তে মধুও উপকার করবে।

পরামর্শদাতা-

মনিরা রহমান

রূপ বিশেষজ্ঞ

মিমোসা অর্গানিক স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর