শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

ভ্রমণ টিপস...

ভ্রমণ টিপস...

গ্রাম বা শহর; শীত ঝেঁকে বসতে শুরু করেছে সবখানে। আর সঙ্গে শুরু হয়ে গেল ভ্রমণপিপাসুদের বেড়ানোর মোক্ষম সময়। চলুন জেনে নেওয়া যাক ভ্রমণে যাওয়ার আগে প্রয়োজন কিছু প্রস্তুতি।

 

* ভ্রমণের আগের রাতে ভালো করে ঘুমিয়ে নিন এবং ভ্রমণ শুরু করার আগে ভরপেট না খাওয়াই ভালো।

* ভ্রমণ এলাকা সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিতে ভুলবেন না এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিতে ভুলবেন না।

* যানবাহন চলাকালে বই বা খবরের কাগজ পড়বেন না ও মোবাইল ব্যবহার থেকে বিরত থাকুন। কেননা এতে করে চোখের ওপর মারাত্মক চাপ পড়ে।

* দীর্ঘ ভ্রমণে যতটা সম্ভব ছড়িয়ে বসুন। মাঝে মাঝে পা নাড়াচাড়া করুন যেন রক্ত চলাচল স্বাভাবিক থাকে।

 

সঙ্গে যা নেবেন

ট্রাভেল ব্যাগ, গামছা বা তোয়ালে, প্রয়োজন অনুযায়ী পোশাক, সানগ্রাস, টিস্যু পেপার, দিয়াশলাই, বন্য এলাকা হলে মশার কয়েল, পানির বোতল, সাবান, শ্যাম্পু, লোশন, বডি স্প্রের, টুথব্রাশ ও টুথপেস্ট, আয়না, চিরুনি, নোটবুক, কলম, টর্চলাইট, অতিরিক্ত ব্যাটারি, ক্যামেরা, মোবাইল, পাওয়ার ব্যাংক, অতিরিক্ত আরেকটা ব্যাটারি, বাইনোকুলার, ফার্স্ট এইড কিট হিসেবে নিতে পারেন, অ্যান্টিসেপটিক মলম, খাবার স্যালাইন, প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট এবং হজমি চকলেট।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর