শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

যত আয়োজন

যত আয়োজন

উজ্জ্বলা পথপ্রদর্শক-২০১৮

উজ্জ্বলা বাংলাদেশে প্রথমবারের মতো উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ বিউটি ও গ্রুমিং সেক্টরের সবচেয়ে বড় সংস্করণমূলক অনুষ্ঠান ‘উজ্জ্বলা পথপ্রদর্শক ২০১৮’। এই বর্ণাঢ্য সংস্করণমূলক অনুষ্ঠানটির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বিউটি ও গ্র“মিং সেক্টরের অবদান এবং ভবিষ্যতে এই সেক্টরের সক্রিয় ভূমিকা সম্পর্কে বাংলাদেশ তথা বিশ্বকে অবগত করা। উজ্জ্বলা পথ প্রদর্শক-২০১৮ একটি সমর্থনসূচক আসর তাদের জন্য যারা বাংলাদেশ বিউটি ও গ্র“মিং সেক্টরে অনবরত আক্ষরিক ভূমিকা রেখে যাচ্ছে এবং এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখার জন্য দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানটি আয়োজিত হতে যাচ্ছে আগামী ১৪ নভেম্বর বুধবার সকাল থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে। অনুষ্ঠানটি সর্বসাধারণ ও বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য উন্মুক্ত।

 

রাজধানীতে নতুন রুফটপ ক্যাফে  

জমকালো আয়োজনের মধ্য দিয়ে রাজধানীতে যাত্রা শুরু করল ভিন্নস্বাদের ‘ক্যাফে রুফটপ’। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পিডি শান্ত ও আলী আকবর তিতাসকে সঙ্গে নিয়ে শুক্রবার সন্ধ্যায় ফিতা ও কেক কেটে এর শুভ উদ্বোধন করেন জনপ্রিয় চিত্রনায়িকা সানাই। রাজধানীর ধানমন্ডি লেক সার্কাস-১ প্রথম এই তারকামানের ‘ক্যাফে রুফটপ’ রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পলকী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এবং চিত্রনায়িকা সানাই, বিশেষ অতিথি হিসেবে কলাবাগান ক্রীড়াচক্রের সভাপতি সফিকুল আলম ফিরোজ ও অ্যাডভোকেট খাতিব আহমেদ কাম্বার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, রুফটপ ক্যাফেটেরিয়াতে জাতীয় মানের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। সার্বক্ষণিক সিসিটিভি ও ওয়াই-ফাই সংবলিত আউটসাইট পার্কিং। গ্রাউন্ড ফ্লোরে আছে সুবিশাল কফি শপ। ফ্লোরে বিশাল লবিতে লাগোয়া রিসিপশন। পুরো ফ্লোরজুড়ে থাকা ‘ক্যাফে রুফটপ’ দেখার মতো একটি ক্যাফেটেরিয়া। দৃষ্টিনন্দনভাবে সাজানো ক্যাফেটি আধুনিক উপকরণে সজ্জিত। ক্যাফেজুড়ে যেন এক প্রশান্তিময় পরিবেশ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর