শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমার বয়স ২৪ বছর। চুলের ধরন মিশ্র। শ্যাম্পু করার একদিন পরেই নখে হালকা খুশকি আসে। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, চুল ঝরে পড়ার পরিমাণ বেড়ে গেছে অনেক বেশি। মাত্র দুই মাসের ব্যবধানে চুলের পরিমাণ কমে অর্ধেকে নেমে এসেছে। উপযুক্ত সমাধান চাই।

                      জান্নাত সুরাইয়া, সিদ্ধিরগঞ্জ।

 

সমাধান

বাইরের ধুলাবালি, নিম্নমানের শ্যাম্পু ও প্রয়োজনীয় তেলের ঘাটতি থাকায় চুলে এ ধরনের সমস্যা দেখা যায়। বিশেষ করে শুষ্ক মৌসুমের শুরুতে এ সমস্যা বেশি দেখা যায়। তাই সমাধান পেতে নারিকেল, জলপাই, বাদাম, তিল ও ভেন্নার তেল একত্রে মিশিয়ে মাথার তালুতে ঘষে ভালো করে লাগান। সম্ভব হলে সারারাত রেখে সকালে শ্যাম্পু করুন। মিশ্রিত এই তেলে মাথায় ত্বকের চাহিদা পূরণ করে পুষ্টি জোগাবে। নিমিষে চুল পড়াও বন্ধ হবে। এছাড়া চুলে গ্রিন টি ব্যবহার করতে পারেন। গরম পানিতে একটি ব্যাগ ডুবিয়ে ঠাণ্ডা করে চুলে ব্যবহার করুন। দেখবেন কিছুদিনের মধ্যেই চুল পড়া উল্লেখযোগ্য হারে কমে গেছে।

 

পরামর্শদাতা-

মনিরা রহমান

রূপ বিশেষজ্ঞ

মিমোসা অর্গানিক স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর