শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

কয়েক সপ্তাহ বাদেই বিয়ে। কিছুদিন আগে ওয়াক্সিং করিয়েছি। এখন ত্বকের র‌্যাশের সমস্যায় ভুগছি। সমাধান আছে কী?    

প্রেমা (ছদ্মনাম), লালমাটিয়া।

 

সমাধান

ওয়াক্সিং করানোর দু-একদিনের মধ্যেই র‌্যাশ কমে যাওয়ার কথা। যেহেতু কমেনি তাই কিছু ঘরোয়া টোটকা ট্রাই করতে পারেন। চন্দনবাটা ও অল্প গোলাপ জল মিশিয়ে র‌্যাশে লাগাতে পারেন। এতে উপকার পাবেন। অ্যালোভেরা জেলও লাগিয়ে দেখতে পারেন। আরও উপায় আছে অবশ্য। বেকিং সোডার সঙ্গে পানি মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। এবার এই পেস্টটি র‌্যাশের ওপর লাগান। পাঁচ মিনিট পর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। তবে, চামড়া খসখসে হয়ে গেলে অলিভ অয়েল কাজে লাগতে পারে। এতে শরীরের স্কিন কোমল হয়।

 

পরামর্শদাতা-

মনিরা রহমান

রূপ বিশেষজ্ঞ

মিমোসা অর্গানিক স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর