শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমি অনার্সে পড়ছি। আমার ত্বকের ধরন মিশ্র। শীত আসার সঙ্গে সঙ্গে ত্বকের বাড়তি সমস্যা হিসেবে দেখা দিয়েছে ব্রণ। কোনোভাবেই এই সমস্যার সমাধান করতে পারছি না। এখন করণীয় কী? 

সাবিহা শবনম, খিলগাঁও।

 

সমাধান

ত্বক পরিষ্কার করার জন্য ভালো ব্র্যান্ডের অয়েল-ফ্রি ক্লিনজার ব্যবহার করতে পারেন। সাধারণ বডি ওয়াশ, সাবান কিংবা হার্ড ক্লিনজার এড়িয়ে ভালো ফেসওয়াশ দিয়ে ত্বক পরিষ্কার করতে পারেন। ত্বক ময়েশ্চারাইজ করতে হেভি ক্রিমের বদলে হালকা ময়েশ্চারাইজার বেছে নিন। সবচেয়ে ভালো হয় বেবি ক্রিম ব্যবহার করলে। মাঝে মাঝে হালকা গরম পানিতে মুখ ধুতে পারলে ত্বকের কোষ সজীব থাকবে। এ ছাড়াও পর্যাপ্ত পানি পানে এসব সমস্যা দূর হয়। এ ছাড়াও চুলের ধুলাময়লা বালিশের কভারে লেগে থাকে এবং তা আপনার ত্বকেও লেগে যায়। ফলে ত্বকে ব্রণের সমস্যা দেখা দেয়। সপ্তাহে অন্তত একবার বালিশের কভারটা বদলে ফেলুন।

 

পরামর্শদাতা-

মনিরা রহমান

রূপ বিশেষজ্ঞ

মিমোসা অর্গানিক স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর