শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমার বয়স ২১। কলেজে পড়ি। গায়ের রং চাপা। আমার ত্বক খুবই রুক্ষ এবং মুখে সাদা ছোপ ছোপ দাগ আছে। আমি এমনিতে মেকআপ নিই না। কিন্তু ডিসেম্বর মাসে বিয়ে আর নানা পার্টি থাকার কারণে মেকআপ নিতে হয়। এমন ত্বকে কী ধরনের মেকআপ নিলে পারফেক্ট লুক পাব জানালে উপকৃত হব।

নাম প্রকাশে অনিচ্ছুক, যাত্রাবাড়ী।

 

সমাধান

প্রথমেই বলব, মেকআপ করে ত্বককে সাময়িকভাবে বদলানো গেলেও, এটা দীর্ঘস্থায়ী সমাধান নয়। মুখে ছোপ ছোপ সমস্যায় অবশ্যই কসমোটোলজিস্ট বা স্কিন বিশেষজ্ঞকে দেখিয়ে ঠিক করে নেবেন। এ ছাড়া ত্বক রুক্ষ থাকলে মেকআপ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুরুতে হাইড্রেটিং ফেসিয়াল অথবা ময়েশ্চারাইজিং ফেসিয়াল করে নিন। এরপর ত্বকের ধরন বুঝে বেস প্রাইমার, অর্গান অয়েল সমৃদ্ধ ফাউন্ডেশন এবং কমপ্যাক্ট পাউডার ব্যবহার করুন। স্কিন টোনের জন্য সঠিক শেড মানিয়ে ফাউন্ডেশনের রং নির্বাচন করুন। প্রতিদিন ‘ক্লিনিং-টোনিং-ময়েশ্চারাইজিং রুটিন মেনে চলুন।

 

পরামর্শদাতা-

শোভন সাহা

কসমোলজিস্ট

শোভন মেকওভার অ্যান্ড স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর