শুক্রবার, ৪ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

ত্বক পরিচর্যায় প্রাকৃতিক উপাদানের ওপর আমার সব সময় নির্ভরতা। তাছাড়া বাজারে কিনতে পাওয়া ময়েশ্চারাইজার আমার ত্বকে সহজে মানায় না। এই শীতে ঘরোয়া উপায়ে উৎকৃষ্ট একটি ময়েশ্চারাইজার বানানোর পদ্ধতি চাচ্ছি।

শিমু ইসলাম, টাঙ্গাইল।

 

সমাধান

ত্বকের সর্বোত্তম যত্নে প্রাকৃতিক উপায় অবলম্বন করা বেশি ভালো। যে কেউ চাইলে ঘরে বসেই নিজের ত্বকের উপযোগী একটি ময়েশ্চারাইজার তৈরি করে নিতে পারেন। এজন্য একটি পরিষ্কার পাত্রে শসার রস ১ টেবিল চামচ, অ্যালোভেরা জেল ১ টেবিল চামচ, নারিকেল তেল ৩ টেবিল চামচ নিন। এবার সবগুলো উপাদান একসঙ্গে মিশিয়ে ৩০ মিনিট অল্প আঁচে দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি নামিয়ে ঠাণ্ডা হতে দিন। এরপর ক্রিমটি নিয়মিত ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করুন। এই ক্রিমটি ১ সপ্তাহ পর্যন্ত ভালো থাকে।

 

পরামর্শদাতা

মনিরা রহমান

রূপ বিশেষজ্ঞ

মিমোসা অর্গানিক স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর