শুক্রবার, ১১ জানুয়ারি, ২০১৯ ০০:০০ টা

রূপ জিজ্ঞাসা

রূপ জিজ্ঞাসা

সমস্যা

আমার বয়স ২৫ বছর। মুখের আকৃতি গোলাকার। গায়ের রং শ্যামবর্ণ। কদিন বাদেই আমার বিয়ে। কিন্তু ত্বকে ব্রণ আছে। ফলাফল মেকআপ ঠিকঠাক হচ্ছে না। কী করলে ব্রণ থেকে মুক্তি মিলবে। এবং বিয়ের দিন ঠিক কী ধরনের মেকআপ করলে দেখতে সুন্দর দেখাবে জানালে উপকৃত হব।

লাবিবা আজমির, সিলেট।

 

সমাধান

মুখে ব্রণ থাকলে স্বভাবতই মেকআপ ভালোভাবে বসবে না। উপরন্তু কিছুক্ষণ পর ব্রণের স্থানটি কালচে দেখাবে। তাই বিয়ের আগেই ব্রণের ট্রিটমেন্ট সেরে নেওয়াই ভালো। এক্ষেত্রে ভালো কসমোলজিস্টের পরামর্শ নিন। পাশাপাশি ঘরোয়া টোটকা হিসেবে মুলতানি মাটি, নিমের তেল একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে নিয়মিত ব্যবহারে উপকার পাবেন। আর মেকআপের ক্ষেত্রে মনে রাখবেন, শ্যামবর্ণ ত্বকে উজ্জ্বল মেকআপ কখনই মানায় না। আপনার ত্বকের ধরন থেকে এক শেড কম হালকা মেকআপ টোন বেছে নিতে পারেন। ব্রণযুক্ত ত্বকের বিশেষ মেকআপ পাওয়া যায়। ট্রাই করতে পারেন।

 

পরামর্শদাতা-

শোভন সাহা

কসমোলজিস্ট,

শোভন মেকওভার অ্যান্ড স্যালন

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর