২৮ জুন, ২০১৮ ১২:৪৩
সংবাদ সম্মেলনে ইয়েকশন ওয়ার্কিং গ্রুপ

গাজীপুরে ৪৬.৫ শতাংশ ভোটকেন্দ্রে সুনির্দিষ্ট অনিয়ম হয়েছে'

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে ৪৬.৫ শতাংশ ভোটকেন্দ্রে সুনির্দিষ্ট অনিয়ম হয়েছে'

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৬০টি ভোট কেন্দ্রে ১৫৯টি অনিয়মের ঘটনা ঘটেছে। ১২৯টি ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করে দ্বৈবচয়ন পদ্ধতির মাধ্যমে এই তথ্য তুলে ধরে ইলেকশন ওয়ার্কিং গ্রুপ।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই তথ্য তুলে ধরেন সংঠনের পরিচালক ড. আব্দুল আলীম।

সংবাদ সম্মেলনে বলা হয়, ৪৬.৫% ভোটকেন্দ্রে সুনির্দিষ্ট অনিয়মের ঘটনা ঘটেছে। এরমধ্যে রয়েছে জোর করে ব্যালেট পেপারে সিল মারা, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে নির্বাচনী প্রচারণা চালানো এবং ভোটকেন্দ্রের ভেতরে অননুমোদিত ব্যক্তিদের অবস্থান। পর্যবেক্ষণকৃত ভোটকেন্দ্রে ভোট প্রদানের হার ৬১.৯%। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, হারুন-অর-রশীদ। সঞ্চালনা করেন আব্দুল আওয়াল।

বিডি-প্রতিদিন/২৮ জুন, ২০১৮/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর