শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

নারী মানুষ, এটি সবাইকে উপলব্ধি করতে হবে

মেহের আফরোজ চুমকি, এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়

নারী মানুষ, এটি সবাইকে উপলব্ধি করতে হবে

প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীকে সেই যোগ্যতা অর্জন করতে হবে যাতে স্বামীর পরিচয়ে নয়, নারী নিজের পরিচয়ে পরিচিত হতে পারে।' তিনি বলেন, পুরুষ ভাবে নারী এগিয়ে গেলে তাদের ভাগে কম পড়ে যাবে। দেশে একটি ইতিবাচক সরকার থাকলে নারীর উন্নয়ন সম্ভব। কোন দল নারীর জন্য কাজ করবে আর কোন দল করবে না এটি ভেবে দেখার বিষয়। নারী কেন পায়নি, কেন বঞ্চিত হচ্ছে সেসব প্রশ্নের উত্তর আমাদের প্রধানমন্ত্রী খুঁজে বের করেছেন। আর তা সমাধানে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, অর্থনৈতিক মুক্তি ও মানসিকতার পরিবর্তনকে চিহ্নিত করা হয়েছে। ভিশন টুয়েন্টি-ওয়ানে যখন বাংলাদেশকে একটি মধ্য আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে তখন দেশের অর্ধেক জনগোষ্ঠীর অংশগ্রহণ ছাড়া সেটি কল্পনা করাই যায় না। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেকে বলেন দুই নেত্রী একই। আপনি ভেবে দেখেন, সত্যিই ঠিক কি না। যারা হেফাজতের কথা সমর্থন করে, জঙ্গিবাদের উত্থান ঘটায়, তারা নারীর জন্য কতটুকু করবে সেটি ভেবে দেখার বিষয়। তার মতে, অনেক সময় নারী নিজেই নিজেকে মানুষ হিসেবে দেখছে না। ভালো খাবারটি ভাইয়ের জন্য বাবার জন্য অথবা স্বামীর জন্য রেখে দিচ্ছে। অথচ তারা বুঝতে পারছে না পুরুষের চেয়ে নারীর অনেক বেশি পুষ্টি দরকার। কেননা তাকে সবচেয়ে শক্তি, ব্যথা ও যন্ত্রণার কাজটিই করতে হয় যখন সে একটি সন্তান জন্ম দেয়। তিনি বলেন, মূল বিষয় হলো নারী মানুষ। এটি সবাইকে উপলব্ধি করতে হবে। যখন মানুষ হিসেবে গণ্য হবে তখনই সাধারণ প্রশ্নে তার মৌলিক অধিকারের বিষয়টি চলে আসবে। তবে আজ যদি নারীর অতীত বর্তমান এবং ভবিষ্যতের দিকে তাকাই তাহলে বুঝতে পারব, ধাপে ধাপে উন্নয়নের মাধ্যমে আজ আমরা এখানে এসেছি। সবকিছুর ঊর্ধ্বে মানসিকতার পরিবর্তন দরকার। তবে এটি একদিনে হবে না। আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে নিয়েই আমরা এগিয়ে যাব। তবে এই সফলতা ধরে রাখতেও সবাইকে এগিয়ে আসতে হবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর