শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

সব আন্দোলনে নারীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে

ফজিলাতুন্নেসা বাপ্পী
সংসদ সদস্য

সব আন্দোলনে নারীর গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে

ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান সর্বোপরি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের নারীদের গৌরবোজ্জ্বল ভূমিকা ছিল। আজও আমাদের সমাজ, রাষ্ট্রে নারীদের ভূমিকা ব্যাপক। সব ক্ষেত্রে নারীদের উপস্থিতি বেড়েছে, তারা ভূমিকা রাখছে। কিন্তু সামাজিক অনেক বাধার মধ্যে তাদের সংগ্রাম করতে হয়। পুরুষতান্ত্রিক চিন্তা থেকে নারীদের ভূমিকাকে প্রকাশ করা হয়। পুরুষ যখন রাজনীতি, আদর্শিক লড়াই করে তখন তাকে স্বাভাবিক বলা হয়। নারীদের লড়াই হলে বলেন চুলোচুলি। গণমাধ্যমেও এমনটি প্রচার করা হয়। তাই গণমাধ্যমে শব্দচয়নের ক্ষেত্রে আরও সংবেদনশীল হওয়া উচিত। তিনি আরও বলেন, অগ্রগতির জন্য নারী উন্নয়ন নীতিমালার বাস্তবায়ন করতে হবে। উন্নয়নের মূলধারায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই নারী উন্নয়ন স্থায়ী রূপ পাবে।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর