শনিবার, ৭ মার্চ, ২০১৫ ০০:০০ টা

নারী শক্তি অর্জন করতে পেরেছে

শামীম আজাদ
কবি

নারী শক্তি অর্জন করতে পেরেছে

কি কথা বলবো/কি কথা বলবো

যে কথা বলছি/ সে কথাই বলবো...

এখানে যারা আছেন তাদের কারও কারও বয়সে আমি যে কথাগুলো বলেছি, এখনো একই কথাই বলতে হচ্ছে। বলা হয়, নারী মানে আনাড়ি, স্ত্রী মানে স্বামীর হাতের ইস্ত্রি। যারা বসে আছেন তাদের বাবা, চাচা, ভাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।

নারী-পুরুষ সমান নয়, সেটাই সুন্দর ও সম্পূরক। বিবাহবন্ধন থেকে বিচ্ছিন্ন হওয়া নেতিবাচক নয়, মেয়েরা সক্ষম হয়েছে। তারা অর্থনৈতিকভাবে সক্ষম বলেই একটি অসুস্থ অস্বাভাবিক বিয়ের বন্ধনে থাকছে না। তারা শক্তি অর্জন করতে পেরেছে। কথা বলতে পেরেছে। আর সমাজের লাইনগুলো অগ্রাহ্য করতে পেরেছে।

বৈজ্ঞানিকভাবে একজন নারী যতখানি ব্যথা সহ্য করতে পারে, একজন পুরুষ ততটা পারে না। মেয়েরা কম খেয়ে বেশি কাজ করে, কম ঘুমিয়ে বেশি সময় জেগে থাকে, পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায়। এতে নারী আরও স্ট্রংগার হচ্ছে। নারী দুঃখের কথা কেঁদে শেয়ার করে, সুখের বহিঃপ্রকাশ করে। নারীর হার্ট অ্যাটাকের হার পুরুষের চেয়ে কম।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর