২৬ অক্টোবর, ২০১৬ ১৩:৫১

শব্দ দূষণ ধীরে ধীরে ধ্বংস করছে আপনার স্বাস্থ্য

অনলাইন ডেস্ক

শব্দ দূষণ ধীরে ধীরে ধ্বংস করছে আপনার স্বাস্থ্য

সাধারণের ধারণার চেয়ে শব্দ দূষণ মানবদেহের জন্য অনেক বেশি ক্ষতিকর। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, মানুষের স্বাস্থ্যগত সমস্যার জন্য যেসব পরিবেশগত কারণ দায়ী তার মধ্যে প্রথমেই আছে বায়ু দূষণ। দ্বিতীয় স্থানে আছে শব্দ দূষণ। 

২০১২ সালে করা একটি গবেষণায় দেখা যায়, এই শব্দদূষণের কারণে প্রতি বছর ইউরোপে নয় লাখ ১০ হাজার মানুষে উচ্চ রক্তচাপে আক্রান্ত হয়। হার্টের সমস্যা কিংবা স্ট্রোকের কারণে প্রতি বছর ইউরোপে ১০ হাজার মানুষ অকাল মৃত্যুবরণ করে, যার জন্য দায়ী এই শব্দদূষণ। 

ব্রিটেনে ১৫ বছর ব্যাপী পরিচালিত একটি গবেষণায় প্রমাণ মেলে যে, বিমাবন্দরের কাছাকাছি বসবাস করেন এমন ব্যক্তির কার্ডিওভাসকুলার এবং স্ট্রোক হয়ে মৃত্যুর হার অন্যদের চেয়ে বেশি। 
 

বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/ফারজানা

সর্বশেষ খবর