১৫ নভেম্বর, ২০১৬ ১৫:৫৫

কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় কোষ্ঠকাঠিন্য

অনলাইন ডেস্ক

কিডনি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায় কোষ্ঠকাঠিন্য

কোষ্ঠকাঠিন্য আছে এমন ব্যক্তির দীর্ঘমেয়াদি কিডনির রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ১৩ ভাগ বেশি। যুক্তরাষ্ট্রের টেনেসি হেলথ সায়েন্স সেন্টার এবং মেম্ফিস ভিএ মেডিক্যাল সেন্টারের এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। কোষ্ঠকাঠিন্যে ভুগতে থাকা ব্যক্তির কিডনির কার্যকারিতা নষ্ট হওয়ার ঝুঁকি নয় শতাংশ। নতুন এ গবেষণাটি জার্নাল অফ দ্য আমেরিকান সোসাইটি অফ নেফ্রোলজিতে (জেএএসএন) প্রকাশিত হয়েছে।

টেনেসি হেলথ সায়েন্স সেন্টার বিশ্ববিদ্যালয়ের সিসাবা কোভেসডি বলেন, গবেষণায় প্রাপ্ত ফলাফলে অন্ত্রের সঙ্গে কিডনির সংযোগের প্রমাণ পাওয়া গেছে। তীব্র কোষ্ঠকাঠিন্যে ভুগছেন এমন ব্যক্তির কিডনির কার্যক্রম প্রক্রিয়া সতর্কভাবে পর্যবেক্ষণ করা জরুরি। জীবনযাত্রার পরিবর্তন ঘটিয়ে কোষ্ঠকাঠিন্যের চিকিৎসা এবং প্রোবায়োটিক ব্যবহার করার মাধ্যমে রোগীর কিডনিকে রক্ষা করা সম্ভব।


বিডি প্রতিদিন/১৫ নভেম্বর, ২০১৬/ফারজানা

সর্বশেষ খবর