২০ মার্চ, ২০১৭ ১২:২৫

কোলেস্টেরল-স্ট্রোক ঠেকাতে নতুন ওষুধ

অনলাইন ডেস্ক

কোলেস্টেরল-স্ট্রোক ঠেকাতে নতুন ওষুধ

কোলেস্টেরল, স্ট্রোক সহজেই ঠেকিয়ে দিতে সক্ষম এমন একটি ওষুধ আবিস্কারের দাবি করেছেন গবেষকরা। এটির নাম ইভোলকুম (evolocumab)। এটি ব্যবহারে কোলেস্টেরলের মাত্রা নাটকীয়ভাবে কমে যাবে, যা হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। নিউ ইংল্যান্ড জার্নালে প্রকাশিত গবেষণায় এমনটাই জানানো হয়েছে।

গবেষণার জন্য ২৭ হাজার রোগীর শরীরে ওই নতুন ওষুধ ইভোলকুম (evolocumab) প্রয়োগ করা হয়। এদের প্রায় ৬০ ভাগ রোগীর রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কেটে যায়। তাদের হার্ট অ্যাটাক ও স্টোকের ঝুঁকিও হ্রাস পেয়েছে। যেসব রোগীরা ওই ওষুধ দুই বছর গ্রহণ করেছেন তাদের মধ্যে ৭৫ জনের হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো মরণব্যাধি প্রতিরোধ সম্ভব হয়েছে। এই ওষুধে কার্ডিওভাসকুলার মৃত্যুর হারও কমে আসে। 

  

বিডি প্রতিদিন/২০ মার্চ, ২০১৭/ফারজানা

সর্বশেষ খবর