১২ এপ্রিল, ২০১৭ ১২:০৪

শিশুর কোষ্ঠকাঠিন্যের লক্ষণ ও সমাধান

অনলাইন ডেস্ক

শিশুর কোষ্ঠকাঠিন্যের লক্ষণ ও সমাধান

প্রতীকী ছবি

কম আঁশযুক্ত খাবার খেলে শিশু কোষ্ঠকাঠিন্যে ভুগতে পারে। গরুর দুধ খেলেও অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়। এছাড়া বিভিন্ন শারিরীক ত্রুটি যেমন মলদ্বার জন্মগতভাবে বন্ধ থাকা কিংবা স্নায়ুতন্ত্রের ত্রুটি, মানসিক প্রতিবন্ধকতা, জন্মগতভাবে পেটের সামনের মাংস না থাকা, শরীরের শক্তি কমে গেলে, বহুমূত্র রোগ হলে শিশুর কোষ্ঠকাঠিন্য হয়। শরীরে ক্যালসিয়াম বেশি হলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। 

কোষ্ঠকাঠিন্য হলে মাঝে মাঝেই শিশুর পেটে ব্যথা থাকবে। এতে শিশুর খাওয়া-দাওয়ায় অনীহা দেখা দেয়। বমি হতে পারে বা বমি ভাব থাকতে পারে। খাওয়ার সমস্যা হওয়ায় ওজনও উঠানামা করে। কোষ্ঠকাঠিন্য হলে পেট শক্ত ও ফুলে যায়। পেটের ওপর হাত দিলে মল শক্ত অনুভূত হবে। কোষ্ঠকাঠিন্য হলে শিশুর মলদ্বারও আর্দ্র হয়ে যায়। 

শিশুকে মলত্যাগ করার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রচুর পানি পান করাতে হবে এবং আঁশযুক্ত খাবার দিতে হবে। ওষুধ দেয়া যেতে পারে। চিকিৎসকের কাছে নিয়ে সিম্পল এনেমা দিতে হবে। বাসায় গ্লিসারিন সাপোজিটরি দেয়া যেতে পারে। এক থেকে দুই চামচ মিথাইল সেলুলোজ খাওয়ার পর এ সাপোজিটরি দেয়া যেতে পারে। মলদ্বারে ফিসার থাকলে চিকিৎসা করাতে হবে। শিশুর মানসিক কোনো সমস্যা থাকলে শিশু-মানসিক রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। 

 

বিডি প্রতিদিন/১২ এপ্রিল, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর