৩১ মে, ২০১৭ ১০:১০

ক্যান্সার প্রতিরোধের নতুন উপায় আবিষ্কার

অনলাইন ডেস্ক

ক্যান্সার প্রতিরোধের নতুন উপায় আবিষ্কার

প্রাণঘাতি ক্যান্সার নিরাময়ের নতুন উপায় আবিষ্কারের কথা জানিয়েছেন আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। ক্যান্সার আক্রান্ত ৯০ ভাগ মানুষের মৃত্যু হয় মূল উৎস থেকে ক্যান্সার সারা শরীরে ছড়িয়ের পড়ার কারণে। এটা প্রতিরোধে এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওই গবেষকরা জানতে পেরেছেন ক্যান্সারের সেলগুলো প্রথমে দুটি প্রোটিনে জমাটবদ্ধ হয়। যেটি পরে অন্য সেলগুলোতে ক্যান্সার ছড়িয়ে পড়ার বার্তা পৌঁছে দেয়। এর মাধ্যমে ক্যান্সারের সেলগুলো রক্তে ছড়িয়ে পড়ে এবং নিজেদের ক্ষমতা বৃদ্ধি করে। 

ন্যাচার কমিউনিকেশন্সে প্রকাশিত ওই গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন শ্রীলঙ্কান গবেষক হাসিনি জয়াতিলকা। তিনি এবং তার সহকর্মীরা দাবি করেছেন, তারা একটি ঔষধ মিশ্রণ আবিষ্কারে সক্ষম হয়েছেন যা ক্যান্সার ছড়িয়ে পড়ার সেই আণুবীক্ষণিক বার্তাকে প্রতিরোধে সক্ষম। 

গবেষকরা এরইমধ্যে জীবজন্তুর শরীরে ওই ওষুধ মিশ্রণটি দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। কিন্তু ক্যান্সার আক্রান্ত মানুষের চিকিৎসায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই তাদের বিশ্বাস।

 

(টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে ফারজানা)

 

বিডি প্রতিদিন/৩০ মে, ২০১৭

সর্বশেষ খবর