শিরোনাম
১৮ ডিসেম্বর, ২০১৭ ১২:৫০

কমে গেল ক্যানসার ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা

অনলাইন ডেস্ক

কমে গেল ক্যানসার ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা

প্রতিবছরেই গোটা বিশ্বে হৃদরোগ ও ক্যানসারে মৃত্যুর হার ক্রমশ বাড়ছে। এই সময়ে সাময়িক স্বস্তি দিয়ে হাভার্ডের একদল গবেষক। তারা জানালেন তারা এমন এক ওষুধ তৈরি করেছেন, যাতে মারণ এই দুই রোগ থেকে মানুষকে বাঁচানো সম্ভব হবে।

সম্প্রতি বার্সেলোনায় অনুষ্ঠিত ইউরোপিয়ান সোসাইটি অব কার্ডিওলজি কংগ্রেসে এই সংক্রান্ত তথ্য জানিয়েছেন ডঃ পল রিডকার। তার দাবি, নতুন আবিষ্কৃত এই ওষুধ ক্যানসার ও হৃদরোগে আক্রান্ত হলে বিপদের আশঙ্কা প্রায় অর্ধেকেরও কমে নামিয়ে আনে। ‘কানাকিনুমাব’ নামে ওই ওষুধটি গাঁটের ব্যথা এবং আর্থারাইটিস রোগেও অব্যর্থ দাওয়াই।

 ডঃ রিডকারের মতে, প্রথম এই ধরনের কোনও ওষুধ আবিষ্কার করা হয়েছে, যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সক্ষম। আর এই কারণেই কমে যায় হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও। শুধু হৃদরোগেই নয়, ‘কানাকিনুমাব’ ২৪ শতাংশ পর্যন্ত ব্যথা কমাতে সক্ষম।

ডঃ পল রিডকারের দাবি অনুযায়ী, তাদের আবিস্কৃত নতুন এই ওষুধের মাধ্যমে সাধারণ মানুষকে এই ধরনের বিপদ থেকে মুক্তি দেবে। আপাতত পরীক্ষা-নিরীক্ষার স্তরে থাকলেও জানা গিয়েছে, খুব শীঘ্রই সাধারণের জন্য বাজারে আনা হবে এই যুগান্তকারী ওষুধ।


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর 

সর্বশেষ খবর