২৮ জুলাই, ২০১৮ ০৫:৩৮

খাওয়ার পর মিষ্টি খাওয়ার অভ্যাস ভাল না ক্ষতিকর?

অনলাইন ডেস্ক

খাওয়ার পর মিষ্টি খাওয়ার অভ্যাস ভাল না ক্ষতিকর?

ফাইল ছবি

মিষ্টি ভালবাসেন না, এমন মানুষ বোধহয় খুব কমই আছেন। তবে স্বাস্থ্য সচেতন যারা, তারা ইদানীং মিষ্টি খাওয়া কমিয়ে দিয়েছেন অনেকটাই। তবুও খাওয়ার শেষে মাঝেমধ্যে একটা মিষ্টি বা সেই জাতীয় কিছু খেতে ভালবাসেন অনেকেই। কিন্তু খাওয়ার শেষে মিষ্টি খাওয়াটা শরীর বা স্বাস্থের পক্ষে আদৌ ভাল নাকি ক্ষতিকর, আসুন জেনে নেওয়া যাক-

বিয়েবাড়ি, রেস্তোরাঁ, এমনকি বাড়িতেও যদি প্রচুর পরিমানে ঝাল-মশলা যুক্ত খাবার খাওয়া হয়। বিশেষজ্ঞদের মতে, ঝাল বা তেল-মশলাযুক্ত খাবার খেলে অ্যাসিড ক্ষরণের পরিমাণ বৃদ্ধি পায়। এ দিকে মিষ্টি জাতীয় খাবার এই অ্যাসিড ক্ষরণের পরিমাণ কমিয়ে দেয়। ফলে পরিপাকক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে। 

তাছাড়া, অতিরিক্ত ভাজাভুজি খাওয়ার পর শরীরের রক্তচাপ অনেকাংশেই কমে যায়। সেই সময় মিষ্টি জাতীয় খাবার রক্তচাপকে স্বাভাবিক করতে সাহায্য করে। তবে একটা কথা ভুলে গেলে চলবে না যে, শরীরে ফ্যাটের পরিমাণ বাড়াতে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার। তাই অতিরিক্ত পরিমাণে মিষ্টি খাওয়া কখনওই ভাল নয়। কারণ মিষ্টি বেশি পরিমাণে খাওয়ার ফলে শরীরে বাড়তি মেদ জমবে যা ভবিষ্যতে নানা রোগের কারণ হতে পারে।

 

বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর