৩০ জুলাই, ২০১৮ ০৫:০২

হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা বুঝবেন যে ৫ পদ্ধতিতে

অনলাইন ডেস্ক

হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা বুঝবেন যে ৫ পদ্ধতিতে

হার্ট অ্যাটাকের সম্ভাবনা কতটা কাছে আপনার? কখন আপনার হার্ট অ্যাটাক হতে পারে? খুবই জটিল প্রশ্ন। কিন্তু এই সব প্রশ্নের প্রায় “নিখুঁত” উত্তর পেয়ে যাবেন পাঁচ সহজ পরীক্ষার ফলাফল হাতে নিয়ে। 

সেই পাঁচটা পরীক্ষার ফলাফল বসিয়ে একটা বিশেষ “মূল্যায়ন চার্ট” তৈরি করে তা দেখে সাধারণ মানুষ (যিনি চিকিৎসক না হলেও) শেষ পর্যন্ত হার্ট অ্যাটাকের ঝুঁকি কতটা কাছে এসেছে তা টের পাবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের মধ্যে প্রবল জনপ্রিয়তা পাচ্ছে এই চার্ট। যার পোশাকি নাম মডিফাইড আর্মি ওয়ার্নিং স্কোর বা মিউজ। 

পাঁচটা বিষয়ের তথ্য শেই চার্টে নথিভুক্ত করা হয়। এক-হার্ট রেট। দুই-সিসট্যোলিক ব্লাড প্রেসার। তিন-রেসপিরেটরি রেট। চার-শরীরের তাপমাত্রা। পাঁচ-এ ভি পি ইউ স্কোর। সেই ফলাফল থেকে তৈরি চার্ট দেখলেই দ্রুত নির্ণয় করা সম্ভব কত দ্রুত রোগীর হার্ট অ্যাটাক আক্রান্ত হতে পারে। 

ইতিমধ্যেই এই রিপোর্ট অ্যামেরিক্যান জার্নাল অফ রেসপিরেটরি অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে প্রকাশিত হয়েছে।


বিডি প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর

সর্বশেষ খবর