১৯ ফেব্রুয়ারি, ২০১৯ ১৪:০২

এক নজরে বিশ্বের সেরা হাসপাতালগুলো

অনলাইন ডেস্ক

এক নজরে বিশ্বের সেরা হাসপাতালগুলো

দিন যত যাচ্ছে, বিশ্বে রোগীর সংখ্যাও তত বাড়ছে। বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। উন্নত এই বিশ্বে ভাল চিকিৎসার জন্য ভাল হাসপাতালও খোঁজেন রোগীরা।

 ২০১৬ সালের ব়্যাংকিং অনুযায়ী বিশ্বের সেরাহাসপাতালগুলোর নাম প্রকাশ করেছে ব়্যাংকিং ওয়েব অব হসপিটালস। তালিকায় শীর্ষে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি হাসপাতাল। নিচে সেই তালিকাটি তুলে ধরা হলো:-

১. ক্লিভল্যান্ড ক্লিনিক, যুক্তরাষ্ট্র

২. সেন্ট জুডস চিল্ড্রেন রিসার্চ হসপিটাল, যুক্তরাষ্ট্র
৩. জন হপকিন্স মেডিসিন, যুক্তরাষ্ট্র

৪. মায়ো ক্লিনিক রচেস্টার অ্যান্ড স্কটসডেল, যুক্তরাষ্ট্র

৫. ইউনিভার্সিটি অফ মেরিল্যান্ড মেডিক্যাল সেন্টার, যুক্তরাষ্ট

৬. এমডি অ্যান্ডারসন ক্যান্সার সেন্টার, যুক্তরাষ্ট্র

৭. ম্যাসাচুসেটস জেনারেল হসপিটাল, যুক্তরাষ্ট্র

৮. অ্যাসিসতঁ পুবলিক ওপিতঁ দে পাঁরি, ফ্রান্স

৯. মেমোরিয়াল স্লোয়ান কেটারিং ক্যানসার সেন্টার, যুক্তরাষ্ট্র

১০. নিউ ইয়র্ক প্রেসবাইটারিয়ান, লোয়ার ম্যানহ্যাটন হসপিটাল, যুক্তরাষ্ট্র

১১. প্রভিডেন্স হেল্থ অ্যান্ড সার্ভিসেস, যুক্তরাষ্ট্র

১২. ডিয়ার’স হেড হসপিটাল সেন্টার, যুক্তরাষ্ট্র

১৩. বুদ্ধিস্ট সু চি জেনারেল হসপিটাল, তাইওয়ান

১৪. বেথ ইসরায়েল ডিকোনেস মেডিক্যাল সেন্টার, যুক্তরাষ্ট্র

১৫. তাইপে ভেটারেন্স জেনারেল হসপিটাল, তাইওয়ান

বিডি প্রতিদিন/কালাম

সর্বশেষ খবর