শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

ঘাড় ব্যথায় কি করবেন

ঘাড় ব্যথায় কি করবেন

অনেকের ঘাড় ব্যথা কয়েক ঘণ্টা থেকে কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। ঘাড় ব্যথার নানাবিধ কারণ রয়েছে যেমন-রোগীর ঘাড়ের অস্বাভাবিক অবস্থান যেটা হতে পারে কম্পিউটিংয়ের সময়, টেলিভিশন দেখার সময়, খেলাধুলা বা শখের কাজের সময়, শোয়ার সময় বালিশের ভুল ব্যবহার, অনেক সময় ঘাড়ে আঘাত পেলে, মাংসপেশি হঠাৎ ছিঁড়ে বা মচকে গেলে, স্পনডাইলোসিস ইত্যাদি। ঘাড় ব্যথার অন্যতম কারণ সারভাইকাল স্পনডাইলোসিস। এটা ঘাড়ের হাড় ক্ষয়জনিত সমস্যা। ঘাড়ের হাড় ও হাড়ের মধ্যবর্তী ডিক্সে সমস্যা দেখা দেয়। চলিশোর্ধ্ব মানুষের মধ্যে এ সমস্যা অনেক বেশি। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে এ সমস্যা বেশি দেখা দেয়।  
আমাদের দেশে এ সমস্যা অনেক বেশি। এসব রোগীকে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। নিম্নলিখিত উপদেশগুলো মেনে চললে ঘাড় ব্যথাজনিত সমস্যা অনেকাংশে লাঘব করা যায়। কখনো অতিরিক্ত ওজন মাথায় নেবেন না বা হাতে বহন করবেন না। ঘাড়ে আঘাত পেলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। শোয়ার সময় মাথার নিচে নরম ও হালকা বালিশ ব্যবহার করবেন। কম্পিউটিং, পড়াশোনা, চিকিৎসকের নিদের্শমতো ঘাড় ও হাতে বিভিন্ন স্ট্রেচিং বা ব্যায়ম করা। 

লেখক: সহকারী অধ্যাপক, ডিপিআরসি, ঢাকা।

 

 

সর্বশেষ খবর