শনিবার, ২৫ অক্টোবর, ২০১৪ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও কসমেটিক সার্জন ডা. একেএম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪২। আমার দুই পায়ে দীর্ঘদিন ধরে চামড়া ভারী হয়ে প্লেক হয়েছে। কাজ হয়নি। -মো. তমাল হোসেন, চট্টগ্রাম।

উত্তর : রোগটি সম্ভবত লাইক্যানপ্ল্যানাস এবং কঠিন ত্বক সমস্যা। একজন অভিজ্ঞ ত্বক বিশেষজ্ঞের মাধ্যমে আপনার রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রশ্ন : আমি অবিবাহিত। বয়স ২৫। আমার দুই চোখের নিচে অনেক ছোট ছোট বিচি আছে।

- জাহানারা বেগম, সিরাজগঞ্জ।

উত্তর : রোগটির নাম সিরিনগোমা। এটি একটি কঠিন চর্মরোগ। অত্যাধুনিক রেডিও সার্জারির মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র এক সেশন চিকিৎসায় আপনার রোগটি নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪১। বর্তমানে দুই সন্তানের জনক। আগের মত সহবাস করতে পারি না। এটা কি বয়সের সমস্যা নাকি অন্যকিছু? -আনোয়ার হোসেন, সদর, চাঁদপুর।

উত্তর : মনে হয় আপনি পুরুষত্বহীনতায় ভুগছেন। রক্তের সেঙ্ হরমোন এলাইসিম করে চিকিৎসা নিলে এ সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

উত্তরদাতা : ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ, সিনি. কনসালটেন্ট

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। ফোন : ০১১৯৯৪০০৭৮৪

 

 

সর্বশেষ খবর