শনিবার, ২২ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা
টিপস

ঘরোয়া দাওয়াই

ঘরোয়া দাওয়াই

* অনেক সময় গরম ঘি বা তেল ছিটকে হাতে, পায়ে, ঘাড়ে, গলায় লাগে।

এমতাবস্থায় টাটকা বরফ সরাসরি পোড়া জায়গায় চেপে ধরুন। এতে ফোসকা কিংবা পোড়া ঘা হবে না। * হাত বা পায়ের আঙ্গুল পুড়ে গেলে, আঙুলের ফাঁকে ফাঁকে স্টেরয়েড গজ দিয়ে রাখুন।* হঠাৎ কারও মাড়ি থেকে রক্ত পড়লে, লবণ ও সরিষার তেলের পেস্ট বানিয়ে মাড়িতে মালিশ করুন। এতে রক্ত পড়া বন্ধ হবে।* কাঁচা হলুদ বা চন্দন পরিষ্কার পাটায় বেটে পেস্ট তৈরি করুন। এ পেস্ট ফোঁড়ার ওপর লাগিয়ে ব্যান্ডেজ বেঁধে দিন। শীতের এই সময়টাতে যাদের সর্দি বা সাইনোসাইটিসের সমস্যা রয়েছে তারা পানি হালকা গরম করে খাবেন। প্রাথমিক অবস্থা থেকে চিকিৎসা নিলে আরোগ্য লাভ করা যায়। -স্বাস্থ্য ডেস্ক

 

 

সর্বশেষ খবর