সোমবার, ২৪ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

প্রেসক্রিপশন

প্রেসক্রিপশন

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধযোগ্য ক্যান্সার। খুব সহজ কিছু পরীক্ষার মাধ্যমে একদম প্রাথমিক ধাপে এই রোগ নির্ণয় করা সম্ভব। * আমেরিকান ক্যান্সার সোসাইটির সুপারিশ অনুযায়ী প্রতিটি মেয়েরই ২১ বছর বয়স থেকেই প্যাপস নামক পরীক্ষাটি শুরু করা উচিত। * ৩০ বছর নিচের মেয়েদের প্রতি দুই বছর অন্তর অন্তর এই পরীক্ষাটি করা উচিত। প্যাপস টেস্টের ফলাফল খারাপ এলেই কেবল HPV  DNA টেস্টটি করা উচিত। * ৩০ বছর বা বেশি বয়সী মহিলা যাদের
পর পর ৩টি প্যাপস টেস্টের ফল ভালো আসবে তাদের ৩ বছর পর পর এই টেস্ট করলেই হবে। * ঝুঁকিপূর্ণ মহিলাদের (HIV Positive, ইমিউনিটি কম অথবা যারা CIN II, CIN III অথবা ক্যান্সারের জন্য চিকিৎসা নিয়েছে) তাদের প্যাপস টেস্ট ঘন ঘন করা উচিত। * যেসব মহিলার CIN বা ক্যান্সার
ছাড়া অন্য কোনো কারণে জরায়ু কেটে ফেলা হয়েছে তাদের এই টেস্টটি আর না করলেও চলে। * ৬৫ বা ৭০ বছর বয়সের মহিলাদের যাদের পর পর ৩টি বা বেশি প্যাপস টেস্ট ভালো
ছিল এবং গত ১০ বছরের টেস্ট ভালো ছিল তাদেরও আর এই টেস্ট করতে হবে না। কিন্তু যাদের এই ক্যান্সার হওয়ার
ঝুঁকি খুব বেশি তাদের এই বয়সের পরও টেস্ট করতে হবে।
ডা. রুশদানা রহমান তমা
গাইনি অনকোলজি, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট।

সর্বশেষ খবর