বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০১৪ ০০:০০ টা

প্রেসক্রিপশন

প্রেসক্রিপশন

সোহেলী রহমান একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। দীর্ঘদিন কোমর ব্যথায় ভুগছিলেন। নিয়মিত ফিজিও নিয়ে এবং চিকিৎসকের নির্দেশ মতো ব্যায়াম করে ভালোই ছিলেন। কিন্তু ইদানীং ঘুম থেকে উঠে ফ্লোরে পা রাখতেই পায়ের তলায় তীব্র ব্যথা হয়। সোহেলী রহমান বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হয়ে জানতে পারলেন তার প্লান্টার ফ্যাসাইটিস হয়েছে। মানবদেহে পায়ের গোড়ালিতে যেসব কারণে ব্যথা হয় তার মধ্যে প্লান্টার ফ্যাসাইটিসই বেশি দায়ী। দীর্ঘদিন এ সমস্যা চলতে থাকলে পায়ের তলায় স্পার বা কাটার মতো হাড় বৃদ্ধি হয় তাকে ক্যালকেনিয়াল স্পার বলা হয়।

চিকিৎসা : রোগ নির্ণয় জরুরি, সঠিক চিকিৎসার প্রথম শর্ত সঠিক রোগ নির্ণয়। ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকরী নিরাপদ চিকিৎসা, তা হতে হবে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে। জুতার পরিবর্তন যেমন- নরম সোল ব্যবহার করা, হিল কুসন ব্যবহার, আর্চ সার্পোট দেওয়া, গোড়ালির কাছে ছিদ্র করে নেওয়া ইত্যাদি।

ডা. মো. সফিউল্যাহ প্রধান চেয়ারম্যান, ডিপিআরসি হাস-পাতাল, মোহাম্মদপুর, ঢাকা।

 

 

সর্বশেষ খবর