সোমবার, ২৬ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. একেএম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩১। আমার দু'চোখের নিচে দীর্ঘদিন কালোদাগের ছোপ। ওষুধ ব্যবহার করেছি কিন্তু কমেনি। তাই সঠিক পরামর্শ চাই।-মিসেস রওশন। মালিবাগ, ঢাকা।

উত্তর : 'কেমিক্যাল পিলিং'-এর সুক্ষ্ম ছোঁয়ায় এ দাগ নির্মূল হতে পারে।

প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৪২। এক সন্তানের বাবা। বর্তমানে দাম্পত্য জীবনে সমস্যা বাড়ছে। স্থায়ীভাবে সুস্থ হওয়া কি সম্ভব? - জামান। হাটহাজারী, চট্টগ্রাম।

উত্তর : সমস্যাটি সম্ভবত পুরুষত্বহীনতা। রক্তে সেক্স-হরমোনের ভারসাম্য পরীক্ষা করে সমস্যাটি পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে নির্মূল করা সম্ভব।

প্রশ্ন : বয়স ২২। হাত ও পায়ে বেগুনি রঙের ছোট ছোট দানা অসহ্য চুলকানিসহ দেখা দিয়েছে। -দীপা, দুপচাঁচিয়া, বগুড়া।

উত্তর : আপনার রোগটি সম্ভবত 'লাইকেন প্লানার্স'। এটি একটি কষ্টকর ত্বক সমস্যা। আধুনিক চিকিৎসার মাধ্যমে রোগটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

প্রশ্ন : বয়স ২৯। ইতিমধ্যে মাথার প্রায় ৫০% চুল পড়ে গেছে। আমি এজন্য খুব হতাশ, সঠিক পরামর্শ ও চিকিৎসা চাই - আবেদ, শেরপুর।

উত্তর : 'স্টেম-সেল থেরাপি'তে পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই চিকিৎসা সম্ভব।

উত্তরদাতা : সিনিয়র কনসালটেন্ট, বিএসএমএমইউ, পিপলস্ ডায়গনস্টিক কমপ্লেক্স, সেঞ্চুরী আর্কেড মার্কেট মগবাজার ঢাকা।

 

 

সর্বশেষ খবর