শনিবার, ৩১ জানুয়ারি, ২০১৫ ০০:০০ টা

হ্যালো ডক্টর

পাঠকদের পাঠানো নির্বাচিত কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন ত্বক ও যৌনরোগ বিশেষজ্ঞ ডা. এ কে এম মাহমুদুল হক খায়ের

হ্যালো ডক্টর

প্রশ্ন : আমি অবিবাহিত। বসয় ২৭। আমার দেহে প্রায়ই চুলকানিসহ বড় বড় চাকা হচ্ছে। ওষুধ খেলে কমে যায়। -তমালিকা, সাভার, ঢাকা।

উত্তর : আপনার সমস্যাটি সম্ভবত ক্রনিক আরটিক্যারিয়া। এর অনেক কারণ আছে। কারণ শনাক্ত করে রোগটির সমাধান সম্ভব।

প্রশ্ন : আমি বিবাহিত। দুই সন্তানের জনক। বয়স ৪৫। বর্তমানে সহবাসে কিছুটা সমস্যা হচ্ছে। -জামান হোসেন, ঢাকা।

উত্তর : আধুনিক এ যুগে এটি কোনো সমস্যাই না। দ্রুত যৌনরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।

প্রশ্ন : বয়স ২০। আমার দুই চোখের নিচে অনেক ছোট ছোট বিচি আছে। এতে মুখশ্রী নষ্ট হয়ে গেছে। -কাশফা রহমান, রাজশাহী।

উত্তর : আপনার রোগটির নাম সিরিনগোমা। এটি একটি কঠিন চর্মরোগ। অত্যাধুনিক রেডিও সার্জারির মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই মাত্র এক সেশন চিকিৎসায় আপনার রোগটি নির্মূল করা সম্ভব। তবে মনে রাখতে হবে প্রতিকার নয় প্রতিরোধই উত্তম। তাই প্রাথমিক অবস্থা থেকেই চিকিৎসা নেয়া জরুরি।

উত্তরদাতা : সিনি. কনসালটেন্ট, বিএসএমএমইউ, পিপলস্ ডায়-গনস্টিক ইউডিসি হাসপাতাল, সেঞ্চুরি আর্কেড মার্কেট মগবাজার ঢাকা।

 

 

সর্বশেষ খবর